নন্দীগ্রামে মমতার ওপর ‘হামলা’য় হেনস্থা, জোর করে আটকে রাখার ধারায় রুজু হল মামলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগায় ঘটনায় (Mamata Banerjee Injured In Nandigram) মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর থানার পুলিশ।

নন্দীগ্রামে মমতার ওপর 'হামলা'য় হেনস্থা, জোর করে আটকে রাখার ধারায় রুজু হল মামলা
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 11, 2021 | 2:15 PM

নন্দীগ্রাম: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগায় ঘটনায় (Mamata Banerjee Injured In Nandigram) মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর থানার পুলিশ। শেখ সুফিয়ানের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছেন পুলিশ কর্তারা। আইপিসি ৩৪১ (জোর করে আটকে রাখা বা বাধা দেওয়া), ৩২৩ (হেনস্থা)র ধারায় মামলা রুজু করা হয়েছে।

পায়ে আঘাত লাগার ঘটনায় প্রথম থেকেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নেত্রী। একই কথা বলছে তৃণমূল নেতৃত্বও। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর দাবি, “মমতার ওপর যে আঘাত হানা হবে, তার পূর্বাভাস ছিল।” তাঁর দাবি, বিজেপি সাংসদদের পোস্টে ও বক্তব্য থেকেই বোঝা যাচ্ছিল যে এরকম কিছু ঘটবে। মুখ্যমন্ত্রীর যথেষ্ট নিরাপত্তা ছিল না বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। এক্ষেত্রে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

অন্যদিকে, ঘটনার মুহুর্তের ছবি প্রকাশ্যে আনার দাবি তুলেছে বিজেপি। বিজেপি নেতা সব্যসাচী দত্তের দাবি, “২৪ ঘণ্টার মধ্যে যেন ঘটনাস্থলের ছবি যেন পাবলিক ডোমেনে আসে। ঘটনার সময়ে যার কাছে যা ছবি আছে, তা জমা করুন। ইসিআই আসার পরই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে তৃণমূল যে অভিযোগ তুলছে, তা মিথ্যা প্রমাণ করতে হবে। এক জন প্রার্থীর সঙ্গে এসপি, ডিএম থাকতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এক জন প্রার্থী।”

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর উপর যে আঘাত হানা হবে, তার পূর্বাভাস ছিল’, বিস্ফোরক অভিযোগ পার্থ’র

তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। হাসপাতালে মুখ্যমন্ত্রীকে দেখতে এসে লকেট বলেন, “যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা কখনই মেনে নেওয়া যায় না। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।”