Mamata Banerjee: ‘তোমার চালাকিটা আমি বুঝি’, মঞ্চেই সুজিতকে ‘ধমক’ মমতার

Mamata Banerjee-Sujit Bose: শ্রীভূমির পুজো নিয়ে অতীতেও বিতর্ক হয়েছে অনেকে। দর্শনার্থীর উপচে পড়া ভিড় থেকে শুরু করে চোখ ধাঁধানো আলো, সব ক্ষেত্রেই অনেক সমস্যায় পড়ে হয়েছে সাধারণ মানুষকে।

Mamata Banerjee: 'তোমার চালাকিটা আমি বুঝি', মঞ্চেই সুজিতকে 'ধমক' মমতার
পুজো নিয়ে ধমক মমতারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 12:42 AM

কলকাতা: ‘সবথেকে বেশি দুষ্টুমি করেন সুজিত বসু’, এই ভাষাতেই রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রসঙ্গ দুর্গা পুজো। মণ্ডপের জন্য যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও অসুবিধা না হয়, যান চলাচল যে ব্যাহত না হয়, এ ব্যাপারে সুজিত বসুকে (Sujit Bose) সতর্ক করেছে তিনি। কলকাতার অন্যতন জনপ্রিয়স পুজোর উদ্যোক্তা হিসেবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম শহরবাসীর অজানা নয়। আর সেই ক্লাবের সঙ্গে মন্ত্রী যুক্ত থাকায় এই পুজোকে অনেকেই বলেন ‘সুজিতের পুজো।’ জাঁকজমকে ভরা শ্রীভূমির পুজো নিয়ে অভিযোগও উঠেছে অনেক। ব্যস্ত রাস্তায় যান চলাচল নিয়ে সমস্যা যাতে না হয়, সে ব্যাপারেও এদিন সুজিতকে সতর্ক করেন মমতা।

আজ মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক ছিল মমতার। সেখানে অনুদান বাড়ানোর কথা ঘোষণাও করেছেন। এরপর পুজোর ব্যবস্থাপনা সম্পর্কে বলতে গিয়ে মমতা বলেন ‘সবথেকে বেশি দুষ্টুমি করে সুজিত বসু, আমি জানি।’ এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, সে কথাও মাথায় রাখতে বলেন মমতা। মন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, “আমি এবার পুলিশকে বলে দেব এয়ারপোর্টের রাস্তা যেন খোলা থাকে। তুমিও দমকলমন্ত্রী হিসেবে বিষয়টা মাথায় রাখবে।” ধমকের সুরে মমতা বলেন, সবাই শুধু তোমার পুজোয় যাবে, আর কারও পুজোয় যাবে না, তোমার চালাকি আমি বুঝি।

উল্লেখ্য, শ্রীভূমির পুজো নিয়ে অতীতেও বিতর্ক হয়েছে অনেকে। দর্শনার্থীর উপচে পড়া ভিড় থেকে শুরু করে চোখ ধাঁধানো আলো, সব ক্ষেত্রেই অনেক সমস্যায় পড়ে হয়েছে সাধারণ মানুষকে। পুজো শেষ হওয়ার আগেই মণ্ডপ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এবার তাই আগেভাগেই সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী।