Mamata On Nawsad: মমতা বন্দ্যোপাধ্যায় ডাকছেন, নওশাদকে বললেন ববি; আইএসএফ বিধায়ক যেতেই…
Mamata Banerjee on Nawsad Siddique: এ দিন, অধিবেশন কক্ষে নওশাদের কাছে প্রথমে আসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আইএসএফ বিধায়ককে অধিবেশন কক্ষের বাইরে ডেকে আনেন তিনি। জানান মুখ্য়মন্ত্রী তাঁর সঙ্গে কথা বলতে চাইছেন। তাঁর কথা মতো নওশাদও পৌঁছন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে।
কলকাতা: সোমবার অধিবেশন ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকিও। সূত্রের খবর, আজ হঠাৎ মুখ্যমন্ত্রী ডেকে পাঠান নওশাদকে। কিছুক্ষণ কথাও বলেন তিনি। কী কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই নিয়েই চলছে জল্পনা।
এ দিন, অধিবেশন কক্ষে নওশাদের কাছে প্রথমে আসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আইএসএফ বিধায়ককে অধিবেশন কক্ষের বাইরে ডেকে আনেন তিনি। জানান মুখ্য়মন্ত্রী তাঁর সঙ্গে কথা বলতে চাইছেন। তাঁর কথা মতো নওশাদও পৌঁছন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে। সূত্রের খবর, অধিবেশন কক্ষের বাইরে নওশাদের সাথে কয়েক মিনিট কথা বলেন মমতা। জানা যাচ্ছে, মুসলিম জনসংখ্যা কত তা জানতে চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, আজ বিধানসভায় আবারও পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপশি বিভাজন নিয়েও সরব হন তিনি। মমতা বলেন, “আমি ঐক্যবদ্ধ ভারতের পক্ষে। বাংলায় থাকে না। কিন্তু রেশন নিয়ে যায়। আমি কিছু তো বলি না। আমি চাই একসঙ্গে থাকার পক্ষে।” সঙ্গে এও বলেন, “দুই মেদিনীপুর কি ভাগ হয়নি? পুলিশ কমিশনারেট বাড়ানো হয়েছে। জেলা পুলিশ ভাগ হয়েছে। ৪৭ টি। একটা ঘটনা ঘটলে পুলিশ ছুটে যেতে পারে না। তাই করা হয়েছে।ব্লক ভাগ হয়েছে। আরও কিছু প্রস্তাব আছে।”