Train Cancelled: অমৃসতরে চলছে ‘রেল রোকো’, হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল ট্রেন

Train Cancelled: রেল রোকো আন্দোলনের কারণে জাখাল জংশন, ধুরি জংশন, লুধিয়ানা জংশন, রাজপুরা জংশন, ভাতিন্ডা জংশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সমস্যায় পড়েছেন বহু যাত্রী।

Train Cancelled: অমৃসতরে চলছে 'রেল রোকো', হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল ট্রেন
লোকাল ট্রেন বাতিলে উদ্বেগImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 8:59 AM

কলকাতা: শুক্রবারের বেশ কয়েকটি ট্রেন বাতিল হল কলকাতা ও হাওড়া স্টেশন থেকে। বন্দে ভারত ট্রেনের সময় বদল হবে বলে আগেই জানানো হয়েছিল, এবার পঞ্জাবে চলা বিক্ষোভের কারণে বাতিল হয়ে গেল একাধিক দূরপাল্লার ট্রেন। বেশ কিছু ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে রেল রোকো কর্মসূচি শুরু করেছেন পঞ্জাবের কৃষকদেক একাংশ। তার জেরে বন্ধ রয়েছে ফিরোজপুর ও অম্বালা ডিভিশনের লাইন। তারই প্রভাব পড়েছে কার্যত গোটা দেশ জুড়ে। ওই সব লাইনের ওপর দিয়ে যায়, এমন বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

কলকাতা স্টেশন থেকে বাতিল হয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেস ১৩১৫১। শিয়ালদহ স্টেশন থেকে বাতিল হয়েছে অমৃতসর এক্সপ্রেস ১২৩৭৯ এছাড়া হাওড়া স্টেশন থেকে অমৃতসর এক্সপ্রেস ১৩০০৫ ও হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ১২১৩১১ বাতিল করা হয়েছে।

জানা গিয়েছে, রেল রোকো আন্দোলনের কারণে জাখাল জংশন, ধুরি জংশন, লুধিয়ানা জংশন, রাজপুরা জংশন, ভাতিন্ডা জংশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অমৃতসর জংশন থেকে কোনও ট্রেন ছাড়ছে বা কোনও ট্রেন ওই জংশনে যাচ্ছেও না। ফলে সমস্যায় পড়েছেন বহু সাধারণ যাত্রী।

অমৃতসরে এই আন্দোলনে যোগ দিয়েছে ১৯টি কৃষক সংগঠন। তার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে অমৃতসর-দিল্লি রেল লাইন। অন্তত ৯১টি ট্রেনের পরিষেবায় প্রভাব পড়েছে বলে রেল সূত্রে খবর। কিছু ট্রেন বাতিল করা হয়েছে, বেশ কয়েকটি ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে।

সম্প্রতি বন্যায় কৃষিকাজের যে ক্ষতি হয়েছে, তার জন্য আর্থিক প্যাকেজের দাবি জানিয়ে চলছে আন্দোলন। এছাড়া এমএসপি ও ঋণ মকুবের দাবিও রয়েছে সংগঠনগুলির।