West Bengal Assembly: সোমবার বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা, থাকতে পারেন মমতাও

Memoir to Subrata Mukherjee: জানা গিয়েছে প্রয়াত মন্ত্রীর স্মৃতিচারণায় এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টার আলোচনা হবে বিধানসভা ভবনে। সোমবার বিধানসভায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

West Bengal Assembly: সোমবার বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা, থাকতে পারেন মমতাও
সোমবার বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2021 | 11:38 PM

কলকাতা: বিধানসভা ভবনটা ছিল তাঁর কাছে মন্দিরের মতো। প্রথম পা রেখেছিলেন ১৯৭১ সালে। তারপর প্রায় পাঁচ দশক পরিষদীয় রাজনীতিতে কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। সোমবার বিধানসভায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা হবে। প্রথমে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শোকপ্রস্তাব পাঠ করবেন, তারপর হবে স্মৃতিচারণা।

সোমবার বিধানসভায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় উপস্থিত থাকবেন সব দলের বিধায়করা। এমনকী বিজেপি বিধায়কদেরও অনেকে উপস্থিত থাকবেন বিধানসভায়। এর আগে বঙ্গ বিজেপির তরফে জানানো হয়েছিল, ১৩ নভেম্বরের আগে বিধানসভার অধিবেশনে দলের কোনও বিধায়ক যোগ দেবেন না। কিন্তু এখন সুব্রত মুখোপাধ্যায়ের হঠাৎ প্রয়াণে সেই সিদ্ধান্তে কিছুটা বদল করা হয়েছে বলে জানা গিয়েছে। সুব্রত বাবুর স্মরণ সভায় বিধানসভায় আসবেন বিজেপি বিধায়কদের অনেকেই। বঙ্গ বিজেপির তরফে তেমনটাই স্থির করা হয়েছে।

জানা গিয়েছে প্রয়াত মন্ত্রীর স্মৃতিচারণায় এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টার আলোচনা হবে বিধানসভা ভবনে। সোমবার বিধানসভায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

পরিষদীয় রাজনীতিতে পঞ্চাশ বছর পূরণের পর টিভি নাইন বাংলায় কথাবার্তা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সেই সাক্ষাৎকারে সুব্রতবাবু জানিয়েছিলেন একুশের ভোটের পর প্রথম বিধানসভায় যাওয়ার অনুভূতির কথা। তাঁর কথায়, “বিধানসভার অধ্যক্ষ মনে করিয়ে দিয়েছিলেন আমার এই পঞ্চাশ বছরের কথা। তখন ভেবেছিলাম, একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তার পর নিজের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হয়ে পড়ি।”

তবে বিধানসভায় কংগ্রেস ও সিপিএমের কোনও প্রতিনিধি না থাকাও ‘মিস’ করছিলেন তিনি। সে কথা জানাতেও দ্বিধা করেননি সুব্রতবাবু। তাঁর কথায়, “এবার দুটো ট্র্যাডিশনাল পার্টি বিধানসভায় আসেনি। যার ফলে আমার চেনা মুখ এবং অ্যাসেম্বলি-তে চেনা মানুষদের এত অভাববোধ করছি যে আমাকে একটু অপেক্ষা করতেই হবে।”

আর সোমবার যখন বিধানসভায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি চারণা করা হবে, তখন সেই বাম, কংগ্রেসের কাউকেই দেখা যাবে না।

গতকাল গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে। দুইমিনিটের নীরবতা পালন করেন সকল তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়ক ও কর্মী সমর্থকদের। উপস্থিত ছিলেন সুব্রতর পরিবারের সদস্যরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, সৌগত রায়, সুজিত বসু, সায়নী ঘোষ প্রমুখরা। গান স্যালুটের পর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় সুব্রত মুখোপাধ্যায়ের। না ফেরার দেশে চললেন মমতার এভারগ্রিন ‘সুব্রত দা’।

এদিকে সুব্রত মুখোপাধ্যায়ের শেষ যাত্রায় দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, সুব্রতদাকে এই অবস্থায় তিনি দেখতে পারবেন না। সুব্রত মুখোপাধ্যায়ের শেষ যাত্রার দিনেও সারাদিন অন্তরালে থেকে গোটা প্রক্রিয়ার দেখাশোনা করলেন তিনি। তবে এখনও পর্যন্ত যা খবর, সোমবার বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় দেখা যেতে পারে তাঁকে।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘বাংলার অবস্থা চিনের মতো হয়ে যাবে’, উপনির্বাচনে ৪ গোল খেয়ে হারের ব্যাখ্যা দিলেন দিলীপ