কলকাতায় মৃত্যুফাঁদ! ভূমিকম্পে তাসের দেশে পরিণত হবে মহানগরী?
মহানগরের ভূমি বেশিমাত্রায় কেঁপে উঠলে, তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে নগরের অট্টালিকা। ভূ-প্রাকৃতিক গঠনশৈলি এবং ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে কলকাতার অবস্থান যার অন্যতম কারণ। সেই পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে অবৈধ নির্মাণ। ভূমিকম্প হলে অবৈধ নির্মাণের জন্যই কলকাতায় ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্রাছাড়া হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কলকাতার ক্ষেত্রে সল্টলেক, রাজারহাট, নিউটাউন অঞ্চলে ভূমিকম্পের জেরে মারাত্মক বিপদের আশঙ্কা রয়েছে।

সুরক্ষিত নয় আমাদের প্রাণের শহর কলকাতা! মহানগরের ভূমি বেশিমাত্রায় কেঁপে উঠলে, তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে নগরের অট্টালিকা। ভূ-প্রাকৃতিক গঠনশৈলি এবং ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে কলকাতার অবস্থান যার অন্যতম কারণ। সেই পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে অবৈধ নির্মাণ। ভূমিকম্প হলে অবৈধ নির্মাণের জন্যই কলকাতায় ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্রাছাড়া হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কলকাতার ক্ষেত্রে সল্টলেক, রাজারহাট, নিউটাউন অঞ্চলে ভূমিকম্পের জেরে মারাত্মক বিপদের আশঙ্কা রয়েছে। উত্তর কলকাতা, বরানগর, শ্যামবাজার অঞ্চলও একই ভাবে ধসে যেতে পারে। দমদম, কালীঘাট, যাদবপুরের মতো এলাকায় মাঝারি মানের ক্ষতি আশঙ্কা রয়েছে। এমনকি হাওড়া-বালিও এই প্রভাবের বাইরে থাকবে না। কতটা বিপদে রয়েছে কলকাতা? এ বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? দেশের কোনও...





