ভোটের ফল প্রকাশের আগের দিনই রাজভবনে মিঠুন, ‘সৌজন্য সাক্ষাৎ’ বললেন অভিনেতা
ভোটের ঠিক আগেই বিজেপিতে যোগ দিয়ে চমক দেন মিঠুন (Mithun Chakraborty)। পরে গত এক মাস ধরে রাজ্য জুড়ে একাধিক জনসভা ও রোড শো-তে দেখা গিয়েছে তাঁকে।
কলকাতা: জল্পনা বাড়িয়ে রাজভবনে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শনিবার সকালে রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে যান মিঠুন। ঘণ্টাখানেক পরে বেরিয়ে আসেন। তাৎপর্যূর্ণভাবে রবিবারই প্রকাশিত হবে রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফল। আর তার আগেই এ ভাবে মিঠুনের রাজ্যপালের (Governor) সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ।
রাজভবন সূত্রে খবর, এটি সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎকার। মিঠুনও রাজভব থেকে বেরিয়ে বলেছেন, এই সাক্ষাৎকারের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি জানিয়েছেন, তিনি অসুস্থ হতে তাঁর খোঁজ নিয়েছিলেন রাজ্যপাল, তাই সুস্থ হয়ে রাজভবে এসে দেখা করে গেলেন তিনি। রাজনৈতিক পরিচয়ের বাইরে মিঠুনের পরিচয় বা জনপ্রিয়তার ব্যপ্তি অনেক বেশি। তাই সেই জায়গা থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন বলে রাজভবন সূত্রে খবর।
গত এক মাস ধরে রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ভোট প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। বিজেপির হয়ে প্রচার করলেও ভোটে লড়েননি তিনি।মিঠুন ভোটে দাঁড়াবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। যদিও সেই সম্ভাবনার কথা নিজেই উড়িয়ে দিয়েছিলেন বাঙালির প্রিয় অভিনেতা। তবে জনসভায় গিয়ে তিনি বলেছিলেন, বিজেপি ওপর মহল থেকে শুরু করে রাজ্যস্তরে, সব নেতারাই তাঁকে টিকিট দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু মিঠুনের বক্তব্য ছিল, টিকিট পাওয়া বা অন্য কোনও উদ্দেশ্য নিয়ে বিজেপিতে যোগ দেননি তিনি।
আরও পড়ুন: সঙ্কটময় পরিস্থিতিতে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর, কী বার্তা দিলেন?
এবার সেই ভোট উৎসবের পর্ব শেষের পথে।ফল প্রকাশ হতে আর মাত্র কয়েক ঘণ্টা। শোনা যাচ্ছে, ক্ষমতায় এলে কে হবেন মুখ্যমন্ত্রী? অন্যান্য দফতরই বা পাবেন কারা? তা নিয়ে জোর আলোচনা চলছে গেরুয়া শিবিরে। আর এরই মধ্যে মিঠুনের এই সাক্ষাৎ জল্পনা বাড়াচ্ছে। যদিও প্রাথমিক আলোচনায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নামই উঠে আসছে বলে জানা যাচ্ছে।