Nisith Pramanik: কেন্দ্র ছাড়বে না, সন্দেশখালিতে ED-CRPF-এর ওপর হামলায় হুঁশিয়ারি নিশীথের
Nisith Pramanik: শুক্রবার সকালে রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালির সরবেরিয়ায় যান ইডি আধিকারিকরা। সেখানকার দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সে সময়ে বাড়ির দরজায় তালা ছিল। তালা ভাঙতে গেলেই জনতার রোষের মুখে পড়েন তাঁরা।
কলকাতা: সন্দেশখালিতে কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় বিরক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি প্রশ্ন তুলেছেন, ‘কেন বারবার বাংলাতেই এই ধরনের ঘটনা ঘটছে। কেন্দ্র এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।’ তাঁর বক্তব্য, কোনও রাজ্যে যদি কেন্দ্রীয় এজেন্সি যায়, তাহলে আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যেরই।
সরবেরিয়ার ঘটনার পর নিশীথ প্রামাণিক একটি ভিডিয়ো বার্তা দিয়ে বলেছেন, “কোনও রাজ্যে যে কোনও তদন্তকারী সংস্থা যায়, তাহলে সুরক্ষার দায়িত্ব রাজ্যেরই। এই আক্রমণ কিন্তু কেবলমাত্র নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে নয়। এটা ফেডারাল কাঠামোর ওপর আক্রমণ। আর বাংলার ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারবার ঘটেছে। এটা দুঃখজনক। কেন্দ্র এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করা হবে।”
শুক্রবার সকালে রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালির সরবেরিয়ায় যান ইডি আধিকারিকরা। সেখানকার দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সে সময়ে বাড়ির দরজায় তালা ছিল। তালা ভাঙতে গেলেই জনতার রোষের মুখে পড়েন তাঁরা। হাজার হাজার লোক অস্ত্র, বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে তেড়ে আসেন। এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি মারতে থাকেন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। কোনও মতে পালিয়ে বাঁচেন আধিকারিক ও জওয়ানরা।
যদিও এ ঘটনায় অন্য তত্ত্ব খাঁড়া করেছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এর পিছনে প্ররোচনা রয়েছে। বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশির নামে গ্রামে ঢুকে প্ররোচনা দিচ্ছে। যেখানে বিজেপি আমাদের সংগঠনের সঙ্গে পাল্লা দিতে পারছে না, সেই জায়গাগুলোতে বেছে বেছে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানকার মানুষকে প্ররোচনা দিচ্ছে।””