Sheikh Shahjahan: ‘২০ দিন কোনও যোগাযোগ নেই’, শাহজাহান খোঁজে নাম জড়াতেই বলছেন মনিকা

Sheikh Shahjahan: শাহজাহানকে গরিবের মসিহা বলেই সার্টিফিকেট দিচ্ছেন মনিকা দেবী। বলছেন, “ভাইকে আমরা পিতার মতো ভালবাসি। শ্রদ্ধা করি। ও তো জনগণের প্রতিনিধি। গরিব মানুষের পাশে থাকে সর্বদা। আমাদের সবাইকে আশ্রয় দিয়ে রেখেছে।”

Sheikh Shahjahan: ‘২০ দিন কোনও যোগাযোগ নেই’, শাহজাহান খোঁজে নাম জড়াতেই বলছেন মনিকা
কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকা রায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2024 | 7:50 PM

কলকাতা: বেড়মজুরের পর কোড়াকাটি। শেখ শাহজাহান সন্দেশখালির কোথায় লুকিয়ে রয়েছেন সেই তালিকায় নতুন নাম যোগ হল বুধবার। বিরোধীদের অভিযোগ, কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকা রায়ের আশ্রয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত ছিলেন শেখ শাহজাহান। সুন্দরবনের শেষ প্রান্তে উত্তর ২৪ পরগনার সীমানা গ্রামে বুধবার পৌঁছে গিয়েছিল টিভি নাইন বাংলা। প্রধানের গ্রামের বাড়ির কাছে নদীসেতু পার করলেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত রাধানগর গ্রাম। দুই পরগনার সীমানায় দাঁড়িয়ে প্রধানের দাবি, ভাই তাঁর বাড়িতে থাকলে পুলিশ কেন এল‌ না? তাঁর আরও দাবি, ২০ দিন হল আমাদের সঙ্গে ভাইয়ের কোনও যোগাযোগ নেই। ভাই আমাদের ফোন করে না। আমরাও ভাইকে ফোন করি না।

ঘটনাচক্রে এই প্রশ্নের সদুত্তর না পাওয়ার জন্য‌ই তো ন্যাজাট থানাকে তদন্তের আওতার বাইরে রেখে সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে খোঁজ চালাবে সিবিআই। এদিকে সিপিএমের সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের দাবি, মনিকা দেবীর আশ্রয়েই ১৫ জানুয়ারি পর্যন্ত ছিলেন সন্দেশখালির বেতাজ বাদশা। যদিও সেই দাবি উড়িয়ে মনিকা রায় বলছেন, নিরাপদ সর্দার তো পুলিশ পাঠিয়ে তদন্ত করতে পারেন। পুলিশ তো আর আমার কেনা নয়। পুলিশ এসে আমার বাড়িতে এসে তদন্ত করে দেখতে পারত শাহজাহান ভাই আছে কিনা! 

এখানেই না থেমে শাহজাহানকে গরিবের মসিহা বলেই সার্টিফিকেট দিচ্ছেন মনিকা দেবী। বলছেন, ভাইকে আমরা পিতার মতো ভালবাসি। শ্রদ্ধা করি। ও তো জনগণের প্রতিনিধি। গরিব মানুষের পাশে থাকে সর্বদা। আমাদের সবাইকে আশ্রয় দিয়ে রেখেছে। উনি পালিয়ে বেড়াচ্ছেন না। উনি নিশ্চয় আইনের আশ্রয় নিয়ে আইনের পথে চলছেন।