Omicron Variant: স্বাস্থ্য দফতরের হাতে এল ব্রিটেন ফেরত তরুণীর জিনোম সিকোয়েন্সিং রিপোর্ট!

Covid19: গত সপ্তাহেই ব্রিটেন থেকে এক তরুণী কলকাতায় আসেন। বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষা করা হলে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।

Omicron Variant: স্বাস্থ্য দফতরের হাতে এল ব্রিটেন ফেরত তরুণীর জিনোম সিকোয়েন্সিং রিপোর্ট!
চেন্নাইয়ে আরটিপিসিআর ল্যাবে চলছে নমুনা পরীক্ষার প্রস্তুতি। ছবি পিটিআই।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2021 | 1:47 PM

কলকাতা: আপাতত স্বস্তি কলকাতার। দমদম বিমানবন্দরে ব্রিটেন ফেরত যে তরুণীর কোভিড পজিটিভ ধরা পড়েছিল, তিনি ওমিক্রন আক্রান্ত নন। সোমবারই জানাল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও অবধি এ দেশে ওমিক্রনের শিকার হয়েছেন ৩৮ জন। কেন্দ্রের তরফে এ নিয়ে সতর্কতামূলক নির্দেশিকাও জারি করা হয়েছে। রাজ্যগুলিকেও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

গত সপ্তাহেই ব্রিটেন থেকে এক তরুণী কলকাতায় আসেন। বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষা করা হলে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। এই ঘটনায় উদ্বেগ ছড়ায় স্বাস্থ্যমহলে। প্রমাদ গুনছিল স্বাস্থ্য দফতরও। তবে আপাতত স্বস্তি। ওই তরুণীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল কল্যাণীতে। সেখান থেকেই রিপোর্ট এসেছে। তাঁর শরীরে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, ব্রিটেন থেকে দোহা হয়ে কলকাতা এসে পৌঁছন ওই তরুণী। তিনি ব্রিটিশ নাগরিক। আলিপুরে তাঁর আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসেন। কলকাতাগামী কাতার এয়ারওয়েজের বিমানে গত বৃহস্পতিবার কলকাতায় পৌঁছন তিনি। বিমানবন্দরে অবতরণের পর বাকি যাত্রীদের সঙ্গে তাঁরও করোনা পরীক্ষা করা হয়। দেখা যায় রিপোর্ট পজিটিভ। বিমানবন্দর থেকে সোজা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টার থেকে অনেক বেশি সংক্রামক এবং টিকার কার্যকারিতা অনেকটা কমিয়ে দেয়। রবিবার এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী তথা প্রেসিডেন্টের মুখ্য স্বাস্থ্য পরামর্শদাতা চিকিৎসক অ্যান্টনি ফসিও (Antony Fauci) সম্প্রতি আশ্বাসের কথাই শুনিয়েছেন এই ভ্যারিয়েন্ট নিয়ে।

ফসিও জানিয়েছেন, “প্রাথমিক উপসর্গ দেখে মনে হচ্ছে আগের স্ট্রেনগুলির থেকে আরও ভয়াবহ নয় ওমিক্রন। কতটা সংক্রমক হতে পারে এই ভ্যারিয়েন্ট, তা বুঝতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন। একপ্রকার নিশ্চিতভাবে বলা যায় যে এই ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে বেশি ভয়ঙ্কর নয়। হয়তো একই ক্ষমতা সম্পন্ন বা কম হতে পারে, তবে অধিক ক্ষমতাসম্পন্ন নয়। আক্রান্তের হার ও হাসপাতালে ভর্তি হওয়ার হার, ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অনেকটাই কম। তবে এখনই বেশি কিছু বলা উচিত নয়।”

অন্যদিকে এ রাজ্যের ভাইরোলজিস্ট সুমন পোদ্দার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুইদের মত কলকাতাতে ওমিক্রন ভ্যারিয়েন্ট আসবেই। তবে তার প্রাবল্য নিয়ে এখনই দৃঢ়ভাবে কিছু বলা সম্ভব নয় বলেই মত চিকিৎসকদের। ভাইরোলজিস্ট সুমন পোদ্দারের যেমন মত, “ওমিক্রন আজকে হোক বা কালকে হোক আমাদের রাজ্যে আসবেই। দেশে ঢুকে গিয়েছে। বাংলায় বা কলকাতায় প্রবেশটা সময়ের অপেক্ষা। তাই এটার জন্য এখনই বেশি মাথাব্যাথার কোনও প্রয়োজন নেই। সারা পৃথিবীতে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে ওমিক্রনের প্রভাব এখনও পর্যন্ত মাইল্ড। তবে সকলকে সতর্ক থাকতে হবে।”

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুইয়ের পর্যবেক্ষণ, “এটা খুব বড় করে দেখলে চলবে না। কারণ, এটা প্রত্যাশিতই আমাদের এখানেও একটা সময় এটা আসবে। ভারতে ইতিমধ্যেই এসেছে। বিভিন্ন মেট্রোপলিটনে সংক্রমণ দেখাও গিয়েছে। কলকাতাও বাদ যাবে তেমনটা ভাবার কোনও কারণ নেই। বিদেশের সংযোগ যেখানে রয়েছে ওমিক্রন আসাটা সেখানে খুবই প্রত্যাশিত। সতর্ক থাকা এবং স্বাস্থ্যমন্ত্রকের সমস্ত নিয়ম মেনে পরীক্ষানিরীক্ষা করাই মূল কর্তব্য হবে আমাদের।”

আরও পড়ুন: Omicron Variant Live Update: ওমিক্রন নিয়ে উদ্বেগে কেন্দ্র, তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা ব্রিটেনের প্রধানমন্ত্রীর