এবার ৭ মিনিট অন্তরে মিলবে মেট্রো

রবিবারেও অব্যাহত থাকবে পরিষেবা। পূর্ব নিয়মানুসারেই, মহিলা, বৃদ্ধ ও শিশুদের জন্য লাগবে না ই-পাস। শনি-রবিবার মেট্রো সফরে কোনও ই-পাস লাগবে না।

এবার ৭ মিনিট অন্তরে মিলবে মেট্রো
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Dec 30, 2020 | 5:40 PM

কলকাতা: বাড়ছে কলকাতা মেট্রো(Metro) ট্রেনের সংখ্যা ও সময়সীমা। দুটি প্রান্তীয় স্টেশনে (কবি সুভাষ ও নোয়াপাড়া) সকাল ৭টায় ছাড়বে প্রথম মেট্রো। রাত সাড়ে দশটায় শেষ ট্রেন। এই পরিষেবা চলবে সোম থেকে শনি। আগামী ৪ জানুযারি থেকে শুরু মেট্রোর(Metro) নতুন পরিষো।

মেট্রো সূত্রে খবর, ১১৪ আপ ও ১১৪ ডাউন লাইনে চলবে ট্রেন। মোট ২২৮ টি রেক বরাদ্দ হয়েছে। ৭ মিনিট অন্তরেই পাওয়া যাবে মেট্রো(Metro)। রবিবারেও অব্যাহত থাকবে পরিষেবা। পূর্ব নিয়মানুসারেই, মহিলা, বৃদ্ধ ও শিশুদের জন্য লাগবে না ই-পাস। শনি-রবিবার মেট্রো সফরে কোনও ই-পাস লাগবে না। তবে, টোকেন ইস্যু করার এখনই চিন্তাভাবনা করছে না মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ‘ভাতা নয় বেতন চাই’, পথে পার্শ্ব শিক্ষকরা, কলেজ স্ট্রিট অবরোধ

প্রসঙ্গত, নিউ নর্মালে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার পথে হেঁটেছে কেন্দ্র। চলতি মাসেই, পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো। চার কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণণেশ্বর স্টেশনে পৌঁছয় সেটি। অন্যদিকে, গত সোমবার দিল্লিতে চালকহীন মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পৃথিবীতে মোট ৭ টি শহরেই আছে চালকহীন মেট্রো(Metro)। এখন সেই তালিকায় উঠে এল দিল্লির নামও।