রাজ্যের একমাত্র ইউনানি মেডিকেল কলেজ সরকারিকরণের দাবিতে পথে পড়ুয়ারা

রাজ্যের একমাত্র ইউনানি মেডিকেল কলেজ সরকারিকরণের দাবিতে এই ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন।

রাজ্যের একমাত্র ইউনানি মেডিকেল কলেজ সরকারিকরণের দাবিতে পথে পড়ুয়ারা
দাবি পূরণের স্লোগান তুলে পথে নেমেছেন পড়ুয়া, শিক্ষকরা।
Follow Us:
| Updated on: Dec 30, 2020 | 5:26 PM

কলকাতা: দশ বছর ধরে ইউনানি মেডিকেল কলেজের সরকারি অধিগ্রহণ নিয়ে টালবাহানার অভিযোগ তুলে পথে নামলেন ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীরা। তাঁদের অভিযোগ, বিধানসভায় আইন আনার পরও তা বাস্তবের মাটি পায়নি। প্রতিবাদে বুধবার কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান তোলেন।

প্রতিবাদে ইউনানি মেডিকেল কলেজের পড়ুয়া, শিক্ষকরা।

আন্দোলনকারীদের অভিযোগ, দশ বছর ধরে ইউনানি মেডিকেল কলেজের অধিগ্রহণ নিয়ে দড়ি টানাটানি চলছে। বিধানসভায় আইন পাস হয়ে গেলেও সিদ্ধান্ত কার্যকর হল না। ২০১৩ সালে এ নিয়ে তাঁরা যখন ধরনায় বসেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা আর কার্যকর হয়নি। দিনের পর দিন তাঁরা বঞ্চনা শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলে এবার পথে নেমেছেন। গত ২১ ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন শিক্ষক থেকে শিক্ষাকর্মী, পড়ুয়ারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন।

আরও পড়ুন: রাজ্যপাল পদ থেকে ধনখড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি তৃণমূলের

এদিন দুপুরে আন্দোলনকারীদের একটি মিছিল এসএন ব্যানার্জি হয়ে কলেজে গিয়ে শেষ হয়। এসএন ব্যানার্জি জুড়ে মিছিলে বারবার রাজ্যের বিভিন্ন মন্ত্রীর নাম করে স্লোগান দেন আন্দোলনকারীরা। এমনকী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গদি ছাড়ার দাবি তোলেন তাঁরা। রাজ্যের একমাত্র ইউনানি মেডিকেল কলেজ সরকারিকরণের দাবিতে এই ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। এদিনের মিছিলের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে এন এন ব্যানার্জি রোড। ব্যস্ত সময়ে যানজটে নাকাল হন পথচলতি মানুষ।