যেখান থেকে হোক মালিকদের খুঁজে আনুন, চিটফান্ড মামলায় পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Chit Fund Scam: চিটফান্ড সংস্থাগুলির মধ্যে কেবল এমপিএস নামক সংস্থার কর্ণধার এই মুহূর্তে জেলবন্দি। এ বাদে বাকি সংস্থার মাথারা জেলের বাইরে
কলকাতা: একাধিক চিটফান্ড মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে আদালত। কিন্তু, কোনও মালিক পক্ষেরই ভ্রূক্ষেপ নেই। যা নিয়ে মঙ্গলবার ক্ষোভপ্রকাশ করেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। মালিকদের তরফে কেউই আদালতে আসছেন না। বিষয়টি নিয়ে এ দিন তীব্র প্রতিক্রিয়া দেয় হাইকোর্ট। এমপিএস-সহ চারটি চিটফান্ড সংস্থার মালিকদের যেখান থেকে সম্ভব এনে আগামী শুনানিতে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। চিটফান্ড সংস্থার মালিকদের খুঁজে আনার দায়িত্বকে পুলিশকে দিয়েছে আদালত।
একাধিক চিটফান্ড মামলা একসঙ্গেই শুনবেন বলে ঠিক করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সেই মতো একাধিক মামলা মঙ্গলবার এজলাসে ওঠে। কিন্তু দেখা যায়, কোনও সংস্থার মালিকপক্ষই আদালতে হাজির হননি। দীর্ঘ কয়েক বছর ধরে আবেদন করে আসা ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার কোনও সদিচ্ছাই যে সংশ্লিষ্ট মালিকপক্ষের নেই, সেটাও কার্যত পরিষ্কার হয়ে যায় আদালতের কাছে।
সংশ্লিষ্ট চিটফান্ড সংস্থাগুলির মধ্যে কেবল এমপিএস নামক সংস্থার কর্ণধার এই মুহূর্তে জেলবন্দি। এ বাদে বাকি সংস্থার মাথারা জেলের বাইরে। তবে যারা জেলবন্দি রয়েছেন, তাঁদেরকেও আগামী শুনানির দিন আদালতে হাজির করা নির্দেশ দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষকে। সচরাচর কোনও জেলবন্দি আসামীকে হাজিরা দেওয়ার নির্দেশ খুব একটা দিতে দেখা যায় না আদালতকে। ফলে আদালতের আজকের নির্দেশ কিছুটা নজিরবিহীনও বলা চলে।
আরও পড়ুন: ‘দুয়ারে ত্রাণ’ চেয়ে পূর্ব মেদিনীপুর থেকে এল ১.১৮ লক্ষ আবেদন, বাতিল বেশিরভাগটাই
মঙ্গলবার এ ব্যাপারে কলকাতা পুলিশ কমিশনার ও এডিজি সিআইডিকে নির্দেশ দেয় হাইকোর্ট। গুলশান গ্রুপ অব কোম্পানিজ, আইনোভা, প্রিমিয়ার অ্যাগ্রো এবং ফিডেক্স ইন্ডাস্ট্রি মালিকরা এখনও বাইরে রয়েছেন। ফলে তাঁদের আগামী শুনানির দিনগুলিতে হাজির করতে হবে পুলিশকে। একমাত্র এমপিএসের তরফে অনিয়মিত আইনজীবী আদালতে থাকলেও অন্যদের তরফে তাও থাকবে না। এ দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ, একপেশে মামলার শুনানি করলে আমানতকারীদের ক্ষতিপূরণ পাওয়ার কোনও সুযোগ নেই। তাই সংস্থাগুলির মালিকদের হাজির করতে হবে আদালতে।
আরও পড়ুন: বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ বিধানসভায়, বিরোধিতায় ত্রিফলা ‘যুক্তি’ শুভেন্দুর