রাজ্যের আরও এক চিকিৎসকের প্রাণ কাড়ল করোনা

মৃত চিকিৎসক শুভ্রা পাল নৈহাটির বাসিন্দা ছিলেন। করোনা ধরা পড়ার পরে প্রথমে বাড়িতেই ছিলেন চক্ষু চিকিৎসক।

রাজ্যের আরও এক চিকিৎসকের প্রাণ কাড়ল করোনা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 29, 2021 | 9:41 PM

কলকাতা: কোভিডে আক্রান্ত হয়ে আর‌ও এক চিকিৎসকের মৃত্যু (Doctor Death) ঘটল রাজ্যে। মৃত চিকিৎসক শুভ্রা পাল নৈহাটির বাসিন্দা ছিলেন। করোনা ধরা পড়ার পরে প্রথমে বাড়িতেই ছিলেন চক্ষু চিকিৎসক। পরে তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ফুসফুসের সমস্যার জন্য সেখানে ইকমোতে ছিলেন তিনি। আজ দুপুরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এর আগেও ইকমো মেশিন চালানোর লোকের অভাবে করোনা আক্রান্ত মেডিক্যাল কলেজের চিকিৎসককে পাঠাতে হয়েছিল বেসরকারি হাসপাতাল মেডিকাতে। সেখানেই মৃত্যু হয় কলকাতা মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান যাদব চট্টোপাধ্যায়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। এর আগেও একই ভাবে একমো মেশিন চালানোর লোকের অভাবে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: একুশের ভোটে ফের তারকা-তাস! শালীনতার সীমা বেঁধে দিলেন মমতা