Newtown: সাত-সকালে নিউটাউনে এইসব কী? স্তম্ভিত এলাকাবাসী
Purba Medinipur: জানা গিয়েছে, সোমবার সকালে নিউটাউনে কর্মরত বেশ কিছু কর্মচারি কাজ করছিলেন। তাঁরাই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম ওই ব্যক্তিকে দেখতে পান। এরপর অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

নিউটাউন: দিনে-দুপুরে তুমুল হইচই নিউটাউনে। লোকজন কার্যত বিশ্বাই করতে পারছেন না ইকোপার্ক থানার অন্তর্গত ১১ নম্বর ট্যাঙ্কের কাছে পড়ে রয়েছে দেহ। অজ্ঞাত পরিচয়ের সেই যুবকের মৃতদেহ দেখেই তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, সোমবার সকালে নিউটাউনে কর্মরত বেশ কিছু কর্মচারি কাজ করছিলেন। তাঁরাই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম ওই ব্যক্তিকে দেখতে পান। এরপর অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কী কারণে মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কিছু গোটা বিষয় ইকো পার্ক থানার পুলিশ খতিয়ে দেখছে।
ঘটনাস্থলের কাছেই একটি লেবার রুম রয়েছে সেখান থেকে কয়েকটি মোবাইল ফোন চুরি হয়েছিল। এই অজ্ঞাত পরিচয় যুবক সেই মোবাইল ফোন চুরি করেছিল কি না পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে, মৃত্যুর কারণ হিসাবে তাঁকে কি কেউ মারধর করেছিল? নাকি দুর্ঘটনা এই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে তবে পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হতে পারে এই যুবকের।
এক ব্যক্তি বলেন, “আমরা সবাই বর্ধমানের বাসিন্দা। এখানেই থাকি। কাজ চলছে। কালকে রাতে আমাদের ঘর থেকে চারটে মোবাইল চুরি হয়েছে। এবার জানি না ওই ছেলেটাই করেছে কি না।” তিনি আরও বলেন, “রাতে চুরি হয়েছে। আর সকালে উঠে দেখি একজন মারা গেছে।”
