IS: এবার IS মডিউলের মাথা এসটিএফের জালে, মধ্য প্রদেশ থেকে আনা হচ্ছে কলকাতায়

ISIS Terror Link: গত শুক্রবার দ্বিতীয় হুগলি সেতু থেকে মহম্মদ সাদ্দাম ও সৈয়দ আহমেদকে গ্রেফতার করে এসটিএফ। আইএস সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয় তাঁদের।

IS: এবার IS মডিউলের মাথা এসটিএফের জালে, মধ্য প্রদেশ থেকে আনা হচ্ছে কলকাতায়
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 1:56 PM

কলকাতা: এবার মধ্যপ্রদেশ থেকে আইএস (IS) যোগ সন্দেহে গ্রেফতার আরও একজন। ধৃতের নাম কুরেশি। তিনি আইএস মডিউলের মাথা বলে তদন্তে উঠে এসেছে। কলকাতা পুলিশের এসটিএফ (STF) তাঁকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছে। গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি হাওড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া মহম্মদ সাদ্দামের গুরু এই কুরেশি। তাঁর হাত ধরেই সাদ্দাম আইএস-এ যোগ দেন বলেও তদন্তকারীদের হাতে উঠে এসেছে তথ্য। যদিও সবই তদন্তসাপেক্ষ। গত শুক্রবার (৬ জানুয়ারি) দ্বিতীয় হুগলি সেতু থেকে মহম্মদ সাদ্দাম ও সইদ আহমেদকে গ্রেফতার করে এসটিএফ। আইএস সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয় তাঁদের। এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে গোয়েন্দাদের হাতে। সাদ্দাম কলকাতা মডিউলের অন্যতম মাথা বলে তদন্তে উঠে এসেছে বলে সূত্রের খবর। আর গোয়েন্দাদের ধারনা, সাদ্দামকে এই পথে নিয়ে যান আব্দুল রাকিব কুরেশি।

আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন সাদ্দাম, সইদরা। তাঁদের জেরা করে একের পর এক তথ্য এসটিএফের হাতে উঠে এসেছে বলে সূত্রের খবর। সাদ্দামদের বড়সড় হামলার ছক ছিল বলে গোয়ান্দাদের কাছে তথ্য এসেছে বলে সূত্রের দাবি। সে কারণে অস্ত্র জোগাড়ও করছিলেন তাঁরা। সোমবার এনআইএ-র একটি দল লালবাজারে যায়। জঙ্গি সন্দেহে ধৃত সাদ্দাম, সইদদের জেরা করে তারা। আপাতত এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, কুরেশি দেশের আইএস-এর অন্যতম মাথা। তাঁকে হাতে পাওয়ার পর এবার লিঙ্কম্যানদের খোঁজে নামবেন তদন্তকারীরা। মঙ্গলবারই ধৃত কুরেশিকে কলকাতায় আনা হতে পারে। বুধবার তোলা হবে আদালতে।

প্রশ্ন উঠছে, এই কুরেশি কি কলকাতায় এসেছিলেন? কারণ, সম্প্রতি জানা গিয়েছে, সাদ্দাম প্রায়ই উত্তর ভারতে যেতেন। তাঁর সংগঠনের বৈঠক হতো সেখানে। কার সঙ্গে তিনি বৈঠক করতেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। তদন্তে জানা গিয়েছে, এই কুরেশির সঙ্গেই দেখা করতেন সাদ্দাম। তাঁরা সংগঠনের কাজে বিভিন্ন জায়গায় যেতেন বলেও সূত্রের খবর।