Partha Chatterjee: ভার্চুয়াল শুনানির জটিলতার পর আজ ফের সশরীরে আদালতে পেশ পার্থর
Partha Chatterjee: গ্রুপ সি ও নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার একসঙ্গে শুনানি হবে। সিবিআই সূত্রে খবর, দুটি মামলাতেই ধৃতদের জেল হেফাজতে রাখার আবেদন করা হবে।
কলকাতা: একমাস পর জেলের বাইরে বেরোবেন পার্থ চট্টোপাধ্যায়। ভার্চুয়াল শুনানি নিয়ে জটিলতার পর সিবিআইয়ের মামলায় সোমবার আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী। কোর্টে তোলা হবে সুবীরেশ, কল্যাণময়, এসপি সিনহাদেরও। অন্যদিকে, ইডি-র মামলায় ভার্চুয়াল হাজিরা দেবেন অপা। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারির পর প্রথম দিকে কয়েকবার সশরীরে আদালতে হাজির ছিলেন তিনি। কিন্তু তারপরই পার্থের নিরাপত্তার কথা ভেবে শুনানি হত ভার্চুয়াল মাধ্যমে। কিন্তু গত শুক্রবার ভার্চুয়াল শুনানি নিয়ে আচমকাই জটিলতা দেখা দেওয়ায় মামলাটি পিছিয়ে যায়। এর পরই আদালত প্রাক্তন মন্ত্রীকে সশরীরে হাজির করানোর নির্দেশ দেয়। সেই মতোই সোমবার কোর্টে হাজিরা দেবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পাশাপাশি আদালতে পেশ করা হবে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।
গ্রুপ সি ও নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার একসঙ্গে শুনানি হবে। সিবিআই সূত্রে খবর, দুটি মামলাতেই ধৃতদের জেল হেফাজতে রাখার আবেদন করা হবে। প্রভাবশালী ও সাক্ষীদের ভয় দেখিয়ে তদন্ত প্রভাবিত করা। এই যুক্তিতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিক্ষাকর্তাদের জামিনের বিরোধিতা করবে সিবিআই। অন্যদিকে, সোমবার বিশেষ পিএমএলএ আদালতে ইডি-র মামলায় ভার্চুয়ালি হাজির করানো হবে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।
এক্ষেত্রেও প্রায় এক মাস পর নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হবে বিশেষ আদালতে। সিবিআই-এর মামলার শুনানি ও নির্দেশের পর পার্থকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে। জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেবেন অপা। ইডি সূত্রে খবর, প্রভাবশালী যুক্তি তুলে ধরেই, তাঁদের জেল হেফাজতে রাখার আর্জি জানানো হবে। ইডি-র তরফে বলা হবে, পার্থর মতো প্রভাবশালী ব্যক্তি ছাড়া পেলে তদন্ত প্রভাবিত হতে পারে। তাঁকে হেফাজতে রেখেই তদন্ত এগোতে চায় ইডি।