Puja Banerjee: কোটি টাকার প্রতারণার শিকার! অভিনেত্রী পূজার অভিযোগে সল্টলেক থেকে গ্রেফতার প্রযোজক
Puja Banerjee Case: মাস কয়েক আগে পূজা ও তাঁর স্বামীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছিলেন শ্যামসুন্দর। পরে পূজা জানান, তাঁদের কষ্টকরে অর্জন করা টাকা প্রতারণা করে নিয়ে নেওয়া হয়েছে। একেবারে শূন্য থেকে শুরু করতে হবে বলেও জানিয়েছিলেন তিনি।

কলকাতা: অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক কোটি ৬৮ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক প্রযোজককে। ইলেকট্রনিক কমপ্লেক্স থানার অন্তর্গত এক অভিজাত আবাসন থেকে গ্রেফতার করা হল প্রযোজক শ্যামসুন্দর দে-কে। গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বই গোরেগাঁও বাঙ্গার পুলিশ চৌকিতে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, গত ১৬ জুলাই অভিনেত্রী পূজা প্রযোজক শ্যামসুন্দর দে-র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ, গত এপ্রিল মাসে পূজা ও তাঁর স্বামী কুণাল ভার্মার সঙ্গে দেখা করেন ওই প্রযোজক। তিনি জানান একজন ফাইনান্সার প্রয়োজন। নতুন ছবির সম্প্রচারের স্বত্ব অর্জনের জন্য একজন বিনিয়োগকারীর প্রয়োজন।
শুধু তাই নয়, বিনিয়োগ করলে যে ভাল লাভ পাওয়া যাবে, তা বোঝাতে শ্যামসুন্দর দে সংশ্লিষ্ট প্লাটফর্মের সঙ্গে হওয়া চুক্তির ইমেইলের ফটোকপিও দেখান অভিনেত্রী ও তাঁর স্বামীকে। তিনি বোঝান যে এই প্লাটফর্ম থেকে ভাল উপার্জন হতে পারে। এরপরই ১৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত এক কোটি ৬৮ লক্ষ টাকা ব্যাঙ্কের মাধ্যমে ওই প্রযোজককে দেন অভিনেত্রী ও তাঁর স্বামী। কিন্তু সেই টাকা প্রযোজক আত্মসাৎ করেন বলে অভিযোগ।
সেই অভিযোগের ভিত্তিতে খোঁজ চলছিল। গত শুক্রবার রাতে মুম্বইয়ের বাঙ্গার পুলিশ চৌকির তদন্তকারীরা সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার অন্তর্গত অভিজাত আবাসন থেকে গ্রেফতার করা হয়। ওই দিন রাতেই তাঁকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে।
মাস কয়েক আগে পূজা ও তাঁর স্বামীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছিলেন শ্যামসুন্দর। পরে পূজা জানান, তাঁদের কষ্ট করে অর্জন করা টাকা প্রতারণা করে নিয়ে নেওয়া হয়েছে। একেবারে শূন্য থেকে শুরু করতে হবে বলেও জানিয়েছিলেন তিনি।
