Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sarasari Mukhyamantri: সোশ্যাল মিডিয়ায় ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে তৎপরতা বাড়াতে নির্দেশ জেলাশাসকদের

CM Mamata Banerjee: সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুক, ইউটিউব, টুইটার (যদিও বর্তমানে X হ্যান্ডেল), ইনস্টাগ্রামে আরও বেশি করে 'সরাসরি মুখ্যমন্ত্রী' নিয়ে প্রচার করতে বলা হয়েছে। শনিবারই মনিটরিং অব প্রোগ্রাম ইমপ্লিমেনটেশন অ্যান্ড গ্রিভান্স সেল থেকে এই চিঠি সমস্ত জেলাশাসকের কাছে গিয়েছে।

Sarasari Mukhyamantri: সোশ্যাল মিডিয়ায় ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে তৎপরতা বাড়াতে নির্দেশ জেলাশাসকদের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 5:21 PM

কলকাতা: গত জুন মাস থেকে শুরু হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে সমাজমাধ্যমে প্রচার বাড়াতে উদ্যোগী প্রশাসন। ইতিমধ্যেই এ নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের মনিটরিং অব প্রোগ্রাম ইমপ্লিমেনটেশন অ্যান্ড গ্রিভান্স সেল থেকে চিঠি পাঠানো হয়েছে জেলাশাসকদের। সোশ্যাল মিডিয়ায় প্রচার বাড়াতে জেলাশাসকদের উদ্যোগ নিতে বলা হয়েছে। সাধারণ মানুষের জন্য যেহেতু এই কর্মসূচি, তাই তা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী সরকার। আর এখন মানুষ যেহেতু অনেক বেশি করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, সেই দিকটায় জেলাশাসকদের উদ্যোগী হতে বলা হতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুক, ইউটিউব, টুইটার (যদিও বর্তমানে X হ্যান্ডেল), ইনস্টাগ্রামে আরও বেশি করে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে প্রচার করতে বলা হয়েছে। শনিবারই মনিটরিং অব প্রোগ্রাম ইমপ্লিমেনটেশন অ্যান্ড গ্রিভান্স সেল থেকে এই চিঠি সমস্ত জেলাশাসকের কাছে গিয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ সংক্রান্ত যে পেজগুলি রয়েছে তার প্রচার বাড়াতে। ২০২৪-এর লোকসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয়তা বাড়াচ্ছে তৃণমূল। তারই অঙ্গ হিসাবে এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে বাড়ছে প্রচার।

সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনতে এর আগে ‘দিদিকে বলো’, ‘দিদির দূত’-এর মতো কর্মসূচি করেছে তৃণমূল। তাতে লাভও হয়েছে। গত জুনে সেই পথে হেঁটেই আরও এক কর্মসূচির ঘোষণা করা হয়। নাম দেওয়া হয় ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। এই কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, ‘দিদিকে বলো’ দলের তরফে কর্মসূচি ছিল। কিন্তু ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। একই ধরনের পরিষেবা পাবেন মানুষ, তবে সরকারি পরিষেবা। বাংলার মানুষের যা সমস্যা সরাসরি ফোন করে জানাতে পারবেন তাঁকে। তার জন্য ৯১৩৭০৯১৩৭০ নম্বরও প্রকাশ করা হয়।