Sukanta Majumdar Phone Number: ধরনা মঞ্চ থেকে সুকান্তর ফোন নম্বর দিলেন রাজীব, অভিষেক বললেন…

TMC: অভিষেকের কথায়, "আমি রাজীবদাকে বলি নম্বরটা লোককে জানাও। যে ২০ লক্ষ শ্রমিকের টাকা আটকে রেখেছে, তাঁদের নম্বরটা রাজীব বন্দ্যোপাধ্যায় জানাবেন।" অভিষেকের এই ঘোষণা শুনেই দেখা যায় একটি কাগজ হাতে এগিয়ে আসছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

Sukanta Majumdar Phone Number: ধরনা মঞ্চ থেকে সুকান্তর ফোন নম্বর দিলেন রাজীব, অভিষেক বললেন...
মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায় ও দেবাংশু ভট্টাচার্য। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 5:43 PM

কলকাতা: ১০০ দিনের টাকা এনেই ছাড়বেন, বারবার হুঙ্কার দিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বকেয়া টাকা আদায়ে নতুন পন্থা তৃণমূলের। রাজভবনের সামনে ধরনামঞ্চ থেকে বিলি করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর। নম্বর বিলি করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিলেন, যাঁরা টাকা পাবেন, তাঁরা এই নম্বরে ফোন করে ভালভাবে নিজেদের দাবি জানান।

এদিন ধরনামঞ্চ থেকে একটি অডিয়ো রেকর্ডিং শোনান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সুকান্তকে বলতে শোনা যাচ্ছে, “২ হাজার কোটি টাকা পড়ে আছে। ওনাকে কিছু করতে হবে না। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে চিন্তার কিছু নেই।” এরপরই অভিষেক বলেন, “সুকান্ত মজুমদার বললেন ২ হাজার কোটি টাকা ওঁর এক ফোনে চলে আসবে। সকলে তো শুনলেন। নিজেই সাংবাদিকদের সামনে বিবৃতি দিতে গিয়ে বলেছেন উনি ফোন করলেই টাকা চলে আসবে।”

অভিষেক বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় যেহেতু বিজেপিতে গিয়েছিলেন, তাই সুকান্ত মজুমদারের ফোন নম্বর আছে কি না জানতে চান। অভিষেকের কথায়, “আমি রাজীবদাকে বলি নম্বরটা লোককে জানাও। যে ২০ লক্ষ শ্রমিকের টাকা আটকে রেখেছে, তাঁদের নম্বরটা রাজীব বন্দ্যোপাধ্যায় জানাবেন।” অভিষেকের এই ঘোষণা শুনেই দেখা যায় একটি কাগজ হাতে এগিয়ে আসছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দু’টি ফোন নম্বর দিয়ে রাজীব বলেন, যদি ফোনে না পান, যদিও এই নম্বরগুলো এখন আর বিজেপির রাজ্য সভাপতি ব্যবহার না করেন, তাহলে তাঁর উচিত এগিয়ে এসে নিজের নম্বর দিয়ে দেওয়া। যদিও এ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যটা আপনারা চালাচ্ছেন। আপনাদের কর্মীদের জন্য হলেও নিজের নম্বরটা পাবলিক করুন।”