Ration Scam: বালু ঘনিষ্ঠের অট্টালিকায় ইডির হানা, মোবাইল ডিকোডার নিয়ে অভিযান

Ration Scam: জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর কখনও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস, কখনও তাঁর ঘনিষ্ঠ অমিত দে-কে দফায় দফায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয়েছে। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশিও চালিয়েছে ইডি। এবার রহড়ার মধ্যপাড়ায় তদন্তকারীরা।

Ration Scam: বালু ঘনিষ্ঠের অট্টালিকায় ইডির হানা, মোবাইল ডিকোডার নিয়ে অভিযান
তাপস বিশ্বাসের বাড়িতে ইডির হানা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 6:40 PM

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর এবার তাঁর একাধিক ঘনিষ্ঠ ইডির স্ক্যানারে। উত্তর ২৪ পরগনার রহড়া মধ্যপাড়া। শনিবার সেখানকার বিলাসবহুল এক বাড়িতে হানা দেন তদন্তকারীরা। জানা গিয়েছে, সেই বাড়ি তাপস বিশ্বাস নামে এক ব্যক্তির। তিনি মন্ত্রীর ঘনিষ্ঠ বলেই ইডি সূত্রে খবর। এমনও খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক তিনি। এদিন মোবাইল ডিকোডার নিয়ে সেখানে ঢোকেন ইডি আধিকারিকরা।

জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর কখনও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস, কখনও তাঁর ঘনিষ্ঠ অমিত দে-কে দফায় দফায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয়েছে। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশিও চালিয়েছে ইডি। এবার রহড়ার মধ্যপাড়ায় তদন্তকারীরা।

শুক্রবার বিকাল সাড়ে ৪টে নাগাদ ইডির ৪-৫ জন আধিকারিক এসে পৌঁছন সেখানে। বাড়িতেই ছিলেন তাপস বিশ্বাস। তিনি নিজেই এসে দরজা খুলে দেন। ইডির আধিকারিকরা বাড়ির ভিতরে ঢোকেন। মন্ত্রীর সঙ্গে বাকিবুর রহমানের যোগ কতটা পোক্ত, মূলত সে উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আর সে কারণেই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদের বাড়িতে চলছে তল্লাশি।