RG Kar Case: ‘আমার মেয়ে মারা যাওয়ার আগে লিখে গিয়েছে…’, TV9 বাংলায় এক্সক্লুসিভ বলেই দিলেন তিলোত্তমার বাবা
RG Kar Case: এ দিন, তিলোত্তমার পরিবার আরও একজনের উপর নতুন করে সন্দেহ প্রকাশ করেছে। তিনি হলেন ভিপি। অর্থাৎ নির্যাতিতার শিক্ষক। মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা বলেন, "আমার মেয়ের ডায়রির পাতা ছেড়া হয়েছে। এর মানে কী? আমার মেয়েকে গোল্ড মেডেল পেতে দেবে না।"
কলকাতা: তিলোত্তমা যে ডায়রি লিখতেন সে কথা আগেই জানা সকলের। ঘটনার আগের দিনও তিনি ডায়েরি লিখেছিলেন তেমনটা বারেবারে জানিয়েছে তাঁর পরিবার। শনিবার টিভি ৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে গিয়ে তিলোত্তমার বাবা জানালেন, ওই ডায়রির পাতায় তাঁদের মেয়ে কী কী লিখতেন। এমনকী, ডায়রির পাতা ছেঁড়া হয়েছে বলেও বললেন, মৃত জুনিয়র ডাক্তারের বাবা। যারা ছিড়েছে তাদের উপর যে সন্দেহ রয়েছে, সে কথাও বলেছেন মৃতার বাবা। তিনি বলেন, “আমার মেয়ে ডাইরি লিখত। মারা যাওয়ার আগেও লিখে গিয়েছে, আমায় এমডি-তে গোল্ড মেডেল পেতে হবে, মা-বাবাকে ভাল রাখতে হবে…”
এ দিন, তিলোত্তমার পরিবার আরও একজনের উপর নতুন করে সন্দেহ প্রকাশ করেছে। তিনি হলেন ভিপি। অর্থাৎ নির্যাতিতার শিক্ষক। মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা বলেন, “আমার মেয়ের ডায়রির পাতা ছেড়া হয়েছে। এর মানে কী? আমার মেয়েকে গোল্ড মেডেল পেতে দেবে না। যিনি ভিপিআমার মেয়ের থিসিস আর একটি ছেলেকে দিয়ে দিয়েছিলেন। আমার মেয়ে বিষয়টি সেই ভাবে নেয়নি। এর মধ্যে কী রহস্য ছিল সেটা ভিপি বলতে পারবেন। ১৬৩ দিন পরও এই ভিপি আমার সঙ্গে কথা বলেনি। যাঁরা মেয়ের সঙ্গে আগের রাতে ছিল তাঁরাও যোগাযোগ করেনি। ইনিও করেননি। এখন তো এর প্রতিও আমার সন্দেহ রয়েছে।”
উল্লেখ্য, এ দিন নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছে এই সিভিক ভলান্টিয়রকে। সোমবার হবে সাজা ঘোষণা। সেই সময় দাঁড়িয়ে বিচারক যখন তাঁকে কী কী শাস্তি হতে পারে? তখন সিভিক আচমকা ফের বলে, “আমায় ফাঁসানো হচ্ছে। আমার গলায় রুদ্রাক্ষের গলায় মালা ছিল। সেটা ধস্তাধস্তিতে ছিঁড়তে পারে। সেটা পাওয়া গেল না কেন?” সঞ্জয়ের মুখে এই রুদ্রাক্ষের প্রসঙ্গ উঠতেই ফের তৈরি হয় জল্পনা।