Maharishi Valmiki: বর্ডারে বাড়ি বাল্মীকির
Maharishi Valmiki: বল্মীক মানে উইপোকা। সেই থেকেই উৎপত্তি বাল্মীকির। প্রচলিত কাহিনী হল, প্রথমে ছিলেন দস্যু রত্নাকর। তারপর পাপ বোধ হয়। অনুশোচনা। বিবেক দংশন। তখন তপস্যা শুরু করেন । এমনই তপস্যা যে খেয়ালই নেই কখন উইপোকার ঢিপি হয়ে গেছে তাঁর সারা শরীর জুড়ে। পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

প্রীতম দে অযোধ্যায় থাকেন রাম। আর তাঁর স্রষ্টা বাল্মীকি কোথায় থাকেন? রাম মন্দির হয়েছে , তাই অযোধ্যায় আমরা ঘুরতে যাচ্ছি । কিন্তু বাল্মীকির বাড়ি চিনিই না। যাওয়া তো দূর অস্ত। বর্ডারে বাড়ি বাল্মীকির। নেপাল ভারত বর্ডার। লব কুশের আশ্রম। তপোবন। সেই পুরাণের পাতায় বর্ণিত ছবি যেন এখনও একইরকম আছে। আপনারা নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন সেখানে যাওয়া যায় কি না বা কীভাবে যাবেন ইত্যাদি প্রভৃতি। আগে বলুন বাল্মীকির নামের মানে জানেন তো? জানেন তো উইপোকা আর বাল্মীকির সম্পর্কের কথা? বল্মীক মানে উইপোকা। সেই থেকেই উৎপত্তি বাল্মীকির। প্রচলিত কাহিনী হল, প্রথমে ছিলেন দস্যু রত্নাকর। তারপর পাপ বোধ হয়। অনুশোচনা। বিবেক দংশন। তখন তপস্যা শুরু করেন । এমনই তপস্যা...
