Ronaldinho and Abhishek: ফুটবল-উন্মাদনা দেখে মুগ্ধ রোনাল্ডিনহো, অভিষেকের সঙ্গে নামলেন মাঠে
Ronaldinho in Kolkata: খেলা শুরুর আগে 'জন-গণ-মন অধিনায়কের' পাশাপাশি রোনাল্ডিনহোকে সম্মান জানাতে ব্রাজিলের জাতীয় সঙ্গীতও পরিবেশন হয়। ফুটবলের প্রতি বাঙালির এই আবেগ ও ভালবাসা দেখে মুগ্ধ ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তীও। দোভাষীর মাধ্যমে বললেন, "ফুটবল নিয়ে উন্মাদনা দেখে আমি খুশি।"
কলকাতা: দেবীপক্ষে সাম্বা-জ্বরে কাবু শহর কলকাতা। কলকাতার দুর্গোৎসবের উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী রোনাল্ডিনহো (Ronaldinho)। মঙ্গলবার বিকেলে মহেশতলার বাটা স্টেডিয়ামে অভিষেকের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সঙ্গে সুজিতের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে হাজির রোনাল্ডিনহো। ব্রাজিলিয়ান তারকাকে দেখতে স্টেডিয়ামে উপচে পড়েছে ভিড়। রোনাল্ডিনহোকে বাটানগরের মাঠে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সুজিত বসু, ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যরা। মাঠে ঢুকেই অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন ব্রাজিলিয়ান তারকা।
খেলা শুরুর আগে ‘জন-গণ-মন অধিনায়কের’ পাশাপাশি রোনাল্ডিনহোকে সম্মান জানাতে ব্রাজিলের জাতীয় সঙ্গীতও পরিবেশন হয়। ফুটবলের প্রতি বাঙালির এই আবেগ ও ভালবাসা দেখে মুগ্ধ ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তীও। দোভাষীর মাধ্যমে বললেন, “ফুটবল নিয়ে উন্মাদনা দেখে আমি খুশি। অনেক ধন্যবাদ।” মাঠে খেলা শুরুর আগে সাম্বা-ডান্সের এক ঝলকও দেখা যায় মাঠে। বাটানগরের মাঠে এক টুকরো ব্রাজিল দেখেও ভীষণ খুশি তিনি। এরপর ভাঙা ভাঙা বাংলায় বললেন, “কলকাতাকে আমি খুব ভালবাসি।”
বাংলার শারদোৎসব এখন গোটা বিশ্বের কাছে পরিচিত। সেই উৎসবের মরশুমে রোনাল্ডিনহো এসেছেন শহরে। আজ বাটা স্টেডিয়ামের মঞ্চ থেকে তাঁকে দেবী দুর্গার একটি ফ্রেমও উপহার দেওয়া হয়। উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয় ব্রাজিলিয়ান কিংবদন্তীকে।
এদিন রোনাল্ডিনহো মাঠে আসার আগে থেকেই বাটা স্টেডিয়ামে তাঁর জন্য অপেক্ষা করছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্টেডিয়ামে আসার পর অভিষেকের সঙ্গে মাঠেও নেমে পড়েন রোনাল্ডিনহো। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনও করেন তিনি।