Ruby: আড়াআড়িভাবে পরপর দাঁড়িয়ে কয়েকশো গাড়ি, অফিস টাইমে বেনজির অবরোধ রুবি মোড়ে
Ruby: রাস্তায় আড়াআড়িভাবে বাস, ট্যাক্সি, প্রাইভেট গাড়ির চালকরা গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন। অফিস টাইমে অবরুদ্ধ রুবি মোড়। EM বাইপাসে ব্যাপক যানজট। ক্ষোভে ফেটে পড়েছেন চালক, গাড়ি চালকরা।
কলকাতা: CNG সঙ্কট, অফিস টাইমে লম্বা লাইন পেট্রল পাম্পে। প্রতিবাদে রুবি মোড়ে রাস্তায় আড়াআড়িভাবে বাস, ট্যাক্সি, প্রাইভেট গাড়ির চালকরা গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন। অফিস টাইমে অবরুদ্ধ রুবি মোড়। EM বাইপাসে ব্যাপক যানজট। ক্ষোভে ফেটে পড়েছেন চালক, গাড়ি চালকরা।
এই মুহূর্তে রুবি মোড়ের একটা অংশ অর্থাৎ যেটা চিংড়িহাটার দিকে, সেটা সম্পূর্ণ অবরুদ্ধ। পরপর দাঁড়িয়ে রয়েছে বাস। আধ ঘণ্টার বেশি সময় ধরে এই পরিস্থিতি। চালকবিহীন গাড়ি পরপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে রুবি মোড়ে।
স্বাভাবিকভাবেই চরম ভোগান্তি অফিস যাত্রীরা। বেশিরভাগ যাত্রী জানেনই না কী কারণে এই অবরোধ। এক যাত্রী বলছেন, “বুঝতেই তো পারছি না অবরোধ কেন হচ্ছে, কারা করছে। কেবল বাসের মধ্যে আধ ঘণ্টারও বেশি সময় বসে রয়েছি। এসবের মানে টা কী!” ক্ষোভে পড়ছেন যাত্রীরা।
আরেক যাত্রী বলছেন, “আমাদের অফিসে ঢোকার সময় পেরিয়ে গিয়েছে। এখন ঢুকলে হাফ ডে হয়ে যাবে।” এক সরকারি বসে থাকা আরেক যাত্রী বললেন, “আমাদের তো কোম্পানির আজকের দিনটা সাসপেনশন অফ ওয়ার্ক দিয়ে দেবে। আজকের টাকা গেল!”
অবরোধের মাঝে দেখা গিয়েছে, নীল বাতি গাড়িও দাঁড়িয়ে রয়েছে। চলছে মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে রুবির মতো একটি গুরুত্বপূর্ণ রাস্তা এইভাবে অবরুদ্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা। ট্রাফিক পুলিশ পরিস্থিতি মোতায়েনে আনার চেষ্টা করছে।
তবে যাঁরা অবরোধ করছেন, তাঁদের বক্তব্য, “আমরা CNG পাই-ই না। মাঝেমধ্যে আশপাশে কিছুটা পাই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পাই না। আমরা CNG পেতে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি। আমাদের পেটে খাবার নেই তো। আমাদের কথা কেউ শুনছে না। শুধু নতুন নতুন গাড়ি এনে দিচ্ছে। তাহলে সরকারকে সেরকম ব্যবস্থা করতে হবে তো! নাকি নতুন গাড়ি বার করে দিলেই হবে!”