Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bayron Biswas: হুমকি ফোনের অভিযোগ, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে কংগ্রেস বিধায়ক বাইরন

Bayron Biswas: নিরাপত্তার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। আগামী সোমবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Bayron Biswas: হুমকি ফোনের অভিযোগ, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে কংগ্রেস বিধায়ক বাইরন
কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস।
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 6:44 PM

কলকাতা: কিছুদিন আগেই সাগরদিঘির উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন কংগ্রেসের বাইরন বিশ্বাস (Bayron Biswas)। এবার সেই বাইরন হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। সদ্য নির্বাচিত সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস নিরাপত্তার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি বিধায়ক হওয়ার পর থেকে হুমকি ফোন পাচ্ছেন বলে অভিযোগ কংগ্রেস বিধায়কের। মামলায় বিধায়কের দাবি, কলকাতা পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রককে বিষয়টি নিয়ে জানিয়েও এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি এবং সেই কারণে তিনি এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং আগামী সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের পর বিধানসভা থেকে বাম-কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল। তারপর সাগরদিঘির উপনির্বাচনে বাইরনের জয়ের পর নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে কংগ্রেস শিবির। তাঁর জয়ের পর বাম-কংগ্রেসের জোটের পালে আরও হাওয়া লেগেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বাইরন ভোটে জিতে বিধায়ক হওয়ার পর থেকেই তাঁর কাছে হুমকি ফোন আসছে বলে অভিযোগ তুলছেন সাগরদিঘির বিধায়ক। আর এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাইরন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন হয়। সেখানে ত্রিমুখী লড়াই ছিল কংগ্রেস, তৃণমূল ও বিজেপির মধ্যে। সাগরদিঘিতে বামেরা প্রার্থী দেয়নি। ভোটের ফলাফলে দেখা যায়, তৃণমূল ও বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছেন বাইরন। বাইরন বিধায়ক হওয়ার পর পরই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন তিনি। একটি অডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে, যেখানে দাবি করা হচ্ছিল একটি গলা বাইরনের। যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।  সেই নিয়ে বঙ্গ রাজনীতিতে কম টানাটানি হয়নি।

এবার নিরাপত্তার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। আগামী সোমবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।