CBI: শাহজাহানের ফোনে ইডি-র উপর হামলা করেছিলেন এই জিয়াউদ্দিন? ডেকে পাঠাল CBI

Sandeshkhali: ইডির উপর হামলা ঘটনার তদন্ত সিবিআই করবে নাকি সিআইডি করবে তা নিয়ে কেটে গিয়েছে দশটা দিন। সিবিআই-এর হাতে রয়েছে আর চার দিন সময়। সেই কারণে এজেন্সি যত দ্রুত সম্ভব তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছে।

Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2024 | 2:34 PM

কলকাতা: সিবিআই হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। ইডি উপর হামলার অভিযোগে নাম জড়িয়েছে তাঁর। বর্তমানে গোয়েন্দাদের র‌্যাডারে রয়েছেন শাহজাহান ঘনিষ্ঠরা। অন্তত দশ জন রয়েছেন সিবিআই স্ক্যানারে বলে খবর।

ইডির উপর হামলা ঘটনার তদন্ত সিবিআই করবে নাকি সিআইডি করবে তা নিয়ে কেটে গিয়েছে দশটা দিন। সিবিআই-এর হাতে রয়েছে আর চার দিন সময়। সেই কারণে এজেন্সি যত দ্রুত সম্ভব তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছে। প্রাথমিকভাবে সিবিআই জানতে চাইছে, গত ৫ ই জানুয়ারি কী ঘটেছিল? কারা ঘটিয়েছিল? কীভাবে ঘটিয়েছিল, কার নির্দেশে ঘটিয়েছিল।

এরপরই সোমবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ ১০ জনকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে। গোয়েন্দাদের অনুমান, ঘটনার দিন উপস্থিত ছিলেন তাঁরা। সিবিআই সূত্রে খবর, এদের কারোর নাম পাওয়া গিয়েছে শাহজাহানের কল ডিটেলস থেকে, কারোর নাম আবার জানতে পেরেছেন তাঁদের ফোনের টাওয়ার লোকেশন দেখে। অর্থাৎ ৫ই জানুয়ারি তাঁরা সন্দেশখালির আকুঞ্জিপাড়াতেই উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই হাজিরা দিতে এসেছেন জিয়াউদ্দিন। এই জিয়াউদ্দিন আবার আগারহাটি পঞ্চায়েতের প্রধান। তিনি সিবিআই অফিসে ঢোকার পূর্বে জানান, “কতজনকে ডেকেছে জানি না। আমি চিঠি পেয়েছি। তাই এসেছি।”

উল্লেখ্য, গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে যান ইডি আধিকারিকরা। সেখানে সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন তারা। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। শুধু তাই নয়, জখম হন কয়েকজন অফিসার।