Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘বাস্তব না বুঝে পণ্ডিতি ফলান…’, প্রার্থীতালিকায় নাম না থাকার পরই নিজের অবস্থান স্পষ্ট করলেন কুণাল

Kunal Ghosh: নিজের সামাজিক মাধ্যমে কুণাল ঘোষ লিখলেন, " দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণ জল্পনা ছড়াবেন না। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকব।শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার, দিয়ে রেখেছেন।"

Kunal Ghosh: 'বাস্তব না বুঝে পণ্ডিতি ফলান...', প্রার্থীতালিকায় নাম না থাকার পরই নিজের অবস্থান স্পষ্ট করলেন কুণাল
কুণাল ঘোষ (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2024 | 2:45 PM

কলকাতা: রাজনীতিতে বাগ্মিতার মাহাত্ম্য বিশাল! তৃণমূলের প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় পেলেন সাংসদ টিকিট। আর কুণাল ঘোষ পেলেন না। রবিবার তৃণমূলের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। জল্পনা রটেছিল, এবার সাংসদ টিকিট পেতে পারেন কুণাল। কিন্তু সে জল্পনা মিথ্যা প্রমাণীত হয়। তারপর আবার কুণাল ঘোষকে নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক ‘মিম’ ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ২৪ ঘণ্টা বাদে মুখ খুললেন কুণাল ঘোষ।

নিজের সামাজিক মাধ্যমে কুণাল ঘোষ লিখলেন, ” দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণ জল্পনা ছড়াবেন না। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকব।শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার, দিয়ে রেখেছেন। আজও দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা, পূর্ব মেদিনীপুরসহ যেখানে দল যা দায়িত্ব দিচ্ছে, পালন করব।”

তিনি আরও বলেন, “যাঁরা অন্যরকম চর্চা করছেন, তাঁরা ভুল করছেন। বাস্তব না বুঝে এঁরা পন্ডিতি ফলান। আমি কুণাল ঘোষ। ২ আর ২ মিলে ৪ ধরবেন না, আমি ২২ করার খেলায় বিশ্বাসী। সেই চেষ্টাই করি।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই কুণাল ঘোষ দলেরই এক সাংসদের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন। দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে দলের সুপ্রিমোর কাছে চিঠি পাঠিয়েছিলেন কুণাল ঘোষ।  রাজ্য়ের তরফে যে অতিরিক্ত নিরাপত্তারক্ষী তার জন্য থাকে সেটাও প্রত্য়াখান করেন। তখনই নানা বিতর্ক দানা বাঁধে। তবে রাতারাতি আবার এ দৃশ্যও দেখা যায়। যে ‘সাংসদ’, প্রবীণ নেতার বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি, তাঁর বাড়িতে গিয়ে চা-মিষ্টিমুখও করেন। তাঁর সাংসদ টিকিট পাওয়া, না পাওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে আবার সামাজিক মাধ্যমে মুখ খুললেন কুণাল।