Santanu Sen: বিমানে বসার জায়গা পেলেন না, দাঁড়িয়েই কলকাতা ফিরতে হল শান্তনুকে!
Santanu Sen: সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিয়োতে শান্তনু দেখান, তিনি বিমানে দাঁড়িয়ে আছেন। এই ছবি দেখিয়ে শান্তনু বলেন, "দেখুন এয়ার ইন্ডিয়া ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কী অবস্থা।"

কলকাতা: বিমানে বড় বিভ্রাটের মুখে পড়লেন শান্তনু সেন। বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বিমানে বসার জায়গা পেলেন না তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। বিমানের ভিতর থেকেই লাইভ ভিডিয়োতে দেখালেন পুরো পরিস্থিতি। সেখানে দেখা যাচ্ছে, শান্তনুর বোর্ডিং পাসে যে নম্বর লেখা আছে, সেই নম্বরের সিট অন্য কারও জন্য নির্ধারিত করা হয়েছে। এয়ার ইন্ডিয়া ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে আক্রমণ শান্তনু সেনের। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।
অভিযোগ, ১৫ডি সিটটি বরাদ্দ ছিল শান্তনু সেনের জন্য। কিন্তু বিমানে উঠে তিনি দেখেন সেই আসনে বসে রয়েছেন অন্য কেউ। সেই ব্যক্তির হাতে থাকা বোর্ডিং পাসেও লেখা ১৫ডি। অর্থাৎ একই বোর্ডিং পাস দুজনকে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিয়োতে শান্তনু দেখান, তিনি বিমানে দাঁড়িয়ে আছেন। এই ছবি দেখিয়ে শান্তনু বলেন, “দেখুন এয়ার ইন্ডিয়া ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কী অবস্থা।”
উল্লেখ্য, খাতায় কলমে তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে রয়েছেন শান্তনু সেন। দল বিরোধী কাজের জন্য শান্তনু সেনকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল। তবে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ভার্চুয়াল বৈঠকে দেখা গিয়েছে শান্তনু সেনকে। জোর জল্পনাও শুরু হয়েছে তাঁকে নিয়ে।





