TMC on Suvendu Adhikari: ‘লক্ষ্মী ভাণ্ডারকে বলা হয়েছিল ভিক্ষে, হঠাৎ কী হল শুভেন্দুর?’, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে চাঁচাছোলা শশী

TMC on Suvendu Adhikari: ২০২৪-এ রয়েছে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন ২০২৬-এ। তার আগে কোন মন্ত্রিসভার কথা শুভেন্দু বললেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

TMC on Suvendu Adhikari: 'লক্ষ্মী ভাণ্ডারকে বলা হয়েছিল ভিক্ষে, হঠাৎ কী হল শুভেন্দুর?', 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে চাঁচাছোলা শশী
শুভেন্দুকে কটাক্ষ শশীর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 11:33 AM

কলকাতা: ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ৫০০ টাকা নয়, বিজেপি ক্ষমতায় এলে দেওয়া হবে ২০০০ টাকা করে। পঞ্চায়েত ভোটের প্রচারে ‘অন্নপূর্ণা ভাণ্ডারে’র প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে এত আপত্তি থাকা সত্ত্বেও কেন সেই প্রকল্পকেই হাতিয়ার করছে বিজেপি? সেই প্রশ্নই তুলছে শাসক দল। রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার দাবি, মহিলাদের অপমান করা হয়েছে এটা বুঝতে পেরেই এই নতুন প্রকল্পের কথা বলছেন বিরোধী দলনেতা। তবে পঞ্চায়েতের প্রচারে শুভেন্দু কোন মন্ত্রিসভার কথা বলছেন, তা বোধগম্য হয়নি শশীর।

২০২১-এ তৃণমূল ক্ষমতায় আসার পর চালু হয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’। সেই প্রকল্পে মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। মঙ্গলবার ফুলিয়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হবে বলে উল্লেখ করেছেন তিনি। ২০২৪-এ রয়েছে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন ২০২৬-এ। তার আগে কোন মন্ত্রিসভার কথা শুভেন্দু বললেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্ত্রী শশী পাঁজাকে শুভেন্দুর এই প্রতিশ্রুতি প্রসঙ্গে বলেন, “এতদিন মহিলাদের অনেক অপমান করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারকে বলা হয়েছিল দয়া, ভিক্ষে। হঠাৎ কী মনে হল?” শশীর দাবি, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে প্রকল্প শুরু করে দেখা উচিত। মন্ত্রীর মতে, মহিলাদের অপমান করা হচ্ছিল, এটা , বুঝেই শুভেন্দু এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁর দাবি, গ্যাসের দাম এত বেশি যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রেখে দেন গ্যাস কেনার জন্য।