Sheikh Shajahan: কেবল শাহজাহান নয়, ‘ধনকুবের’ তাঁর স্ত্রী-ও, আবারও তসলিমাকে তলব
Sheikh Shajahan: সূত্রের খবর, ২০১৫-২০১৯ সালের মধ্যেই এই সব সম্পত্তি কেনা হয়েছে। শাহজাহানের ফিশারিজ ব্যবসার ম্যানেজার মহিদুল মোল্লার বয়ানে মিলেছে এই বিপুল সম্পত্তির হদিশ।
![Sheikh Shajahan: কেবল শাহজাহান নয়, 'ধনকুবের' তাঁর স্ত্রী-ও, আবারও তসলিমাকে তলব Sheikh Shajahan: কেবল শাহজাহান নয়, 'ধনকুবের' তাঁর স্ত্রী-ও, আবারও তসলিমাকে তলব](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/04/Sheikh-Shajahan-Wife.jpg?w=1280)
কলকাতা: শাহজাহানের সম্পত্তির পরিমাণ তো এতদিন জেনেছেন! এবার সন্দেশখালির শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবির নামেও বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেল। তাঁর নামে একাধিক জমি, হোটেল, গেস্ট হাউজ়ের হদিশ পেলেন তদন্তকারীরা। তদন্তকারীদের হাতে এমনও তথ্য এসেছে, কিছু সম্পত্তিতে শাহজাহানের স্ত্রীর সঙ্গে নাম রয়েছে তাঁর শাকরেদদের। সূত্রের খবর, ২০১৫-২০১৯ সালের মধ্যেই এই সব সম্পত্তি কেনা হয়েছে। শাহজাহানের ফিশারিজ ব্যবসার ম্যানেজার মহিদুল মোল্লার বয়ানে মিলেছে এই বিপুল সম্পত্তির হদিশ। সোমবারই এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তসলিমা বিবিকে তলব করেছিল ইডি। ১১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। বুধবার ফের তসলিমাকে ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা।
বেশ কয়েক দফায় ইতিমধ্যেই মহিদুল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ২০১৫-২০১৯ সাল পর্যন্ত সম্পত্তির পরিমাণ বিপুল পরিমাণে বাড়িয়েছিলেন শেখ শাহজাহান। সে সময়ে স্ত্রীর নামেও প্রচুর সম্পত্তি কেনেন তিনি। কেনেন একাধিক জমি, বাড়ি। তার মধ্যে কিছু জিনিস শাহজাহানের স্ত্রীর একার নামে রয়েছে, কিছু রয়েছে যৌথ ভাবে। তবে অংশিদারিত্বে শাহজাহানের শাকরেদদের নাম রয়েছে। যেমন নাম রয়েছে শিবু হাজরা। বিষয়টি জানতে ইতিমধ্যেই শাহজাহানের স্ত্রীকে তলব করা হয়েছিল। ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তবে সূত্রের খবর, জেরায় তদন্তকারীদের তিনি জানিয়েছেন, সম্পত্তির ব্যাপারে কিছুই তিনি জানতেন না।
তবে তদন্তকারীরা মনে করছেন, তসলিমার আরও সম্পত্তির হদিশ পাওয়া যেতে পারে। সেই সূত্রেই বুধবার তাঁকে ফের তলব করা হয়েছে।
![সংবিধানের স্রষ্টা, নিজে কতটা শিক্ষিত ভীমরাও রামজি অম্বেদকর? সংবিধানের স্রষ্টা, নিজে কতটা শিক্ষিত ভীমরাও রামজি অম্বেদকর?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/B-R-Ambedkar.jpg?w=670&ar=16:9)
![আপনার ছোট্ট শিশু বড় হয়ে আইনস্টাইন হবে? বলে দেবে জন্ম তারিখ আপনার ছোট্ট শিশু বড় হয়ে আইনস্টাইন হবে? বলে দেবে জন্ম তারিখ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Kids-born-on-these-dates-are-become-intelligent-and-courageous.jpg?w=670&ar=16:9)
![এই ৪ ভুলের কারণে বাড়িতে টেকে না টাকা! বলছেন চাণক্য এই ৪ ভুলের কারণে বাড়িতে টেকে না টাকা! বলছেন চাণক্য](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Money-is-not-staying-because-of-these-4-mistakes-know-what-says-Chanakya-Niti.jpg?w=670&ar=16:9)
![রাস্তায় টাকা বা কয়েন কুড়িয়ে পেয়েছেন? এটি শুভ না অশুভ সংকেত? রাস্তায় টাকা বা কয়েন কুড়িয়ে পেয়েছেন? এটি শুভ না অশুভ সংকেত?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Money-lying-on-road-is-good-sign-or-bad-sign-know-what-says-vastu-shastra.jpg?w=670&ar=16:9)
![বিষ লাগবে না, রান্নাঘরের এই জিনিসেই বন্ধ হবে ইঁদুরের আনাগোনা বিষ লাগবে না, রান্নাঘরের এই জিনিসেই বন্ধ হবে ইঁদুরের আনাগোনা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Rat-.jpg?w=670&ar=16:9)
![কী ভাবে বাছাই হয়, ২৬ জানুয়ারি কোন NCC ক্যাডেটরা কুচকাওয়াজ করবেন? কী ভাবে বাছাই হয়, ২৬ জানুয়ারি কোন NCC ক্যাডেটরা কুচকাওয়াজ করবেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/NCC-.jpg?w=670&ar=16:9)