Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s Stock Market: ভোটের রেজাল্ট বের হলেই বাড়তে পারে কোন কোন স্টক? কী বলছেন বিশেষজ্ঞরা?

India's Stock Market: এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো স্টকগুলিতে বড় লাফ দেখা গিয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভোটের রেজাল্টের দিন এক্সিট পোল মিললে এই লাভের অঙ্ক আরও বাড়তে পারে।

India's Stock Market: ভোটের রেজাল্ট বের হলেই বাড়তে পারে কোন কোন স্টক? কী বলছেন বিশেষজ্ঞরা?
প্রতীকী ছবি, গ্রাফিক্স - এআইImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Updated on: Jun 05, 2024 | 6:17 PM

কলকাতা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ার বাজার। ভোটের ফল ঘোষণার ঠিক আগের দিন সোমবার চড়চড়িয়ে বেড়েছে একাধিক নামজাদা শেয়ারের বাজারদর। কিন্তু, ভোটের ফল ঘোষণার পর কী হবে? কোন স্টকে থাকবে নজর? তা নিয়ে চাপানউতোর চলছেই। এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ২,৫০৭.৪৭ পয়েন্ট বা ৩.৩৯ শতাংশ বেড়ে ৭৬,৪৬৮.৭৮ পয়েন্টে বন্ধ হয়েছে। গত তিন বছরের মধ্যে এটি একদিনে সবচেয়ে বড় বৃদ্ধি। শেষবার ২০২১ সালের ১ ফেব্রুয়ারি শেয়ারবাজারে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছিল। লেনদেন চলাকালীন এক সময় তো সেনসেক্স ২,৭৭৭.৫৮ পয়েন্ট বেড়ে রেকর্ড ৭৬,৭৩৮.৮৯ পয়েন্টে পৌঁছেছিল। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ৭৩৩.২০ পয়েন্ট বা ৩.২৫ শতাংশ বেড়ে ২৩,২৬৩.৯০ পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। লেনদেনের সময়, এটি সর্বোচ্চ ৮০৮ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ বেড়ে ২৩,৩৩৮.৭০ পয়েন্টে পৌঁছাতে দেখা গিয়েছিল। 

এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো স্টকগুলিতে বড় লাফ দেখা গিয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভোটের রেজাল্টের দিন এক্সিট পোল মিললে এই লাভের অঙ্ক আরও বাড়তে পারে। শেয়ার বাজারে উত্থানের সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারের দাম সোমবারও জোরালোভাবে বেড়েছে। আদানি পাওয়ারের শেয়ার প্রায় ১৬ শতাংশ বেড়েছে। NSE শেয়ারের কথা বললে, আদানি পোর্টের শেয়ার ১০.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে SBI এর শেয়ার ৯.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনটিপিসি এবং পাওয়ার গ্রিডের শেয়ার ৯ শতাংশের বেশি বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। ওএনজিসির শেয়ারে প্রায় ৭.৫০ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। ভোটের রেজাল্টের দিনও বিশেষ নজর থাকবে এই শেয়ারগুলিতেও।

স্টক মার্কেট বিশেষজ্ঞ পুনিত কিনরার মতে, এক্সিট পোলের তথ্য, জিএসটি সংগ্রহ বৃদ্ধি, অপরিশোধিত তেলের দামে পতন, জিডিপি পরিসংখ্যানে উন্নতি এবং বিদেশী রেটিং এজেন্সিগুলির দ্বারা দেশের রেটিংয়ে উন্নতির কারণেই শেয়ারবাজারে এই বৃদ্ধি। একই মত SAMCO মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট এবং ইক্যুইটি রিসার্চের প্রধান পারস মাতালিয়ারও। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।