AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Mocha: মোখায় সিঁদুরে মেঘ, রাত পোহালেই স্পেশাল কন্ট্রোল রুম খুলে যাচ্ছে লালবাজারে

Cyclone Mocha: লালবাজারের মধ্যেই খোলা হবে এই কন্ট্রোল রুম। আগামীকাল সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে বলে জানা যাচ্ছে।

Cyclone Mocha: মোখায় সিঁদুরে মেঘ, রাত পোহালেই স্পেশাল কন্ট্রোল রুম খুলে যাচ্ছে লালবাজারে
ঝেঁপে বৃষ্টি সারাদিন
| Edited By: | Updated on: May 05, 2023 | 7:55 PM
Share

কলকাতা: যত ঘনাচ্ছে দিন ততই বাড়ছে চিন্তা। চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি ঘূর্ণাবর্ত তৈরির কথা রয়েছে। আগামী দুদিনের মধ্যে সেটি রূপ বদলে নিম্নচাপ, সেখান থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। ৯ তারিখ নাগাদ আছড়ে পড়তে পারে স্থলভাগে। তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে আম-আদমি। খাতায়কলমে এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম দেওয়া হয়েছে ‘মোখা’। যদিও মোখার গতিবিধি এখনও ঠিকঠাকভাবে জানা গেলেও ঘূর্ণিঝড় (Cyclone Mocha) মোকাবিলায় কোনওরকম খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। সূত্রের খবর, ঝড়ের জন্য শনিবার থেকে একটি স্পেশাল কন্ট্রোল রুম খোলা হচ্ছে লালবাজারে (Lalbazar)। যে কন্ট্রোল রুমে বিভিন্ন দফতর একসঙ্গে থেকে বিপর্যয় মোকাবিলার কাজ করবে।

লালবাজারের মধ্যেই খোলা হবে এই কন্ট্রোল রুম। আগামীকাল সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে। ডিসি ও থানাগুলো ও ট্রাফিক গার্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু বাংলা বা উপকূলবর্তী রাজ্য নয় চিন্তা বেড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়েও। রবিবার ও সোমবার তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জ এলাকায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ইতিমধ্যেই দুর্যোগের আভাস পেতেই সতর্ক করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদেরও। 

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। তবে ইতিমধ্যেই যাঁরা চলে গিয়েছেন তাঁদের আগামী রবিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। অন্যদিকে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই। উত্তরের পাঁচ জেলার পাশাপাশি দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।