SSC Recruitment Case: ‘আর কত ভুল করবেন? ২০২৪-এও?’, নিয়োগ মামলায় SSC-কে বলল হাইকোর্ট
SSC Recruitment Case: এসএসসি জানায়, আরটিআই-এর বয়ানে ভুল রয়েছে। কমিশনের দাবি, সিবিআই-এর কাছ থেকে যে ওএমআর শিট তারা পেয়েছিল, সেখান থেকেই এই চাকরি প্রার্থীকে দেওয়া হয়েছে। আর নম্বর ছিল এসএসসি-র ডেটাবেসে। মূলত একটি আরটিআই-এর তথ্য নিয়েই প্রশ্ন উঠেছে।

কলকাতা: নিয়োগ মামলায় সামনে এসেছে বিস্ফোরক সব অভিযোগ, আর সে সব মেনেও নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বেনিয়ম হয়েছে, সে কথা অস্বীকার করেনি এসএসসি। এবার আবারও ভুল স্বীকার। বুধবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের একবার এসএসসি জানাল তাদের ভুল হয়েছে। আর এ কথা শুনে বিচারপতি দেবাংশু বসাক বললেন, “আর কত ভুল করবেন? ২০২৪-এ বসেও ভুল করছেন?” মূলত একটি আরটিআই-এ পাওয়া তথ্য নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চে চলছে নিয়োগ মামলার শুনানি। বুধবার সেই মামলার শুনানি ছিল আদালতে।
নবম-দশমের এক চাকরি প্রার্থী আরটিআই-এর মাধ্যমে সদ্য হাতে পেয়েছেন ওএমআর শিট। সেটি আদালতে পেশও করা হয়েছে। আরটিআই-এর বয়ানে এসএসসি জানিয়েছে, তাদের ডেটাবেসে যে তথ্য আছে সেখান থেকেই এই ওএমআর দেওয়া হয়েছে। তা দেখে বিচারপতি বসাক উল্লেখ করেন, এর থেকে বোঝা যাচ্ছে এসএসসি-র কাছে ওএমআর-এর কপি আছে। কিন্তু এটা কোথাও কোনও আদালতে বলেনি এসএসসি। এসএসসি জানিয়েছিল যে সমস্ত নথি NYSA-র কাছে রয়েছে।
এই প্রসঙ্গে এসএসসি জানায়, আরটিআই-এর বয়ানে ভুল রয়েছে। কমিশনের দাবি, সিবিআই-এর কাছ থেকে যে ওএমআর শিট তারা পেয়েছিল, সেখান থেকেই এই চাকরি প্রার্থীকে দেওয়া হয়েছে। আর নম্বর ছিল এসএসসি-র ডেটাবেসে।
উল্লেখ্য, ২০২১ সালে এক বঞ্চিত চাকরিপ্রার্থী তথ্যের অধিকার আইনে তাঁর ওএমআর সহ নম্বর জানতে চেয়েছিলেন। চলতি বছরের ১৮ জানুয়ারি তাঁকে ওএমআর-এর কপি এবং অন্যান্য নথি পাঠানো হয়। সিবিআই-এর দেওয়া নথি কোথায় রাখা হচ্ছে, সেটাও এসএসসি-র কাছে জানতে চান বিচারপতি বসাক। এসএসসি জানায়, সার্ভারে রাখা হচ্ছে। হার্ড ডিস্কে আছে কি না, সেই প্রশ্ন করেন বিচারপতি। কমিশন জানায়, নবম-দশম, একাদশ-দ্বাদশের তথ্য একটি কম্পিউটারে রাখা আছে, সেটা এসএসসি-র সার্ভার। গ্রুপ সি এবং গ্রুপ ডি-র তথ্য কম্প্যাক্ট ডিস্কে আছে।





