School: ‘বই’ না পড়িয়ে পড়ুয়াদের টিভি দেখানোর অভিযোগ, নিউটাউনের স্কুলে বিক্ষোভে অভিভাবকরা
School: এদিন দীর্ঘ বৈঠকের পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিভাবকদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
কলকাতা: অভিভাবকদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা নিউটাউনের (Newtown) বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে। অভিভাবকদের অভিযোগ, স্কুলের শিক্ষকরা (School Teacher) ছাত্রদেরকে ‘বই’ না পড়িয়ে চার ঘণ্টা ধরে টিভি দেখাচ্ছেন। ছাত্র-ছাত্রীদের ঠিকভাবে পড়ানো হচ্ছে না বলে অভিযোগ। যে কারণে মঙ্গলবার সকালে স্কুলের সামনে একত্রিত হন অভিভাবকরা। একাধিক অভিযোগ তুলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভেও সামিল হন।
অভিভাবকদের দাবি তাঁরা জানতে পেরেছেন বেসরকারি স্কুলের দুই মালিকের মধ্যে ঝামেলা চলছে। যে কারণে শিক্ষকদের ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না। বাড়ছে না বেতন। যার ছাপ পড়ছে স্কুলের পঠনপাঠনে। কর্তৃপক্ষের সমস্যার বলি হচ্ছে পড়ুয়ারা। শিক্ষকদের মুখে সমস্যার কথা শোনার পর মালিকপক্ষের সঙ্গে কথা বলতে চান বিক্ষুব্ধ অভিভাবকরা। তাঁদের সঙ্গে বৈঠকও হয় দীর্ঘক্ষণ। সূত্রের খবর, বৈঠকের পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিভাবকদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। যদিও তারপরেও কাটছে না আশঙ্কার মেঘ। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।
এদিনের ঘটনা প্রসঙ্গে এক অভিভাবক কুমার গৌরব আগারওয়াল বলেন, “অ্যাডমিনেস্ট্রেশন ও ডাইরেক্টরদের মধ্যেই আসল সমস্যা। গতকাল বাচ্চাদের কোনও ক্লাস হয়নি। অনেক শিক্ষকই ক্লাস নেননি। বিগত চার বছর ধরে শিক্ষকদের বেতন বাড়ছে না বলে তাঁরা জানিয়েছেন। সমস্যার কথা ডাইরেক্টরদের জানিয়েছেন শিক্ষকরা। দুজন ডাইরেক্টর আছেন। ওদের মধ্যে মতপার্থক্য রয়েছে। সে কারণেই শিক্ষকদের বেতন বাড়ছে না বলে শুনছি। তারপর থেকেই শিক্ষকরা আর ক্লাস নিচ্ছেন না। আমরা আজ দুই ডাইরেক্টরকেই ডেকে পাঠাই। কিন্তু, সমস্যা কথা শোনার পরেও দুজন দুজনের উপর দোষ চাপিয়ে চলেছেন। আমরা চাইছি সমস্যার দ্রুত সমাধান হোক। কারণ আমাদের বাচ্চাদের ভবিষ্যত জড়িয়ে রয়েছে এর সঙ্গে।” যদিও এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ।