Justice Abhijit Ganguly: নিয়োগ দুর্নীতি মামলা আর শুনবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court: টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের অনুবাদ খতিয়ে দেখেই এদিনের এই সিদ্ধান্ত ভারতের প্রধান বিচারপতির বেঞ্চের।
কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) বেঞ্চ থেকে নিয়োগ মামলার শুনানি সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার। সোমবার এই মর্মে রেজিস্ট্রার জেনারেলকে হলফনামা দিতে হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, যেহেতু বিচারাধীন মামলা নিয়ে কোনও সাক্ষাৎকার দিতে পারেন না কোনও বিচারপতি। তাই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় বেঞ্চ বদল করা হল নিয়োগ সংক্রান্ত মামলার। টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের অনুবাদ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাঠানো নোট খতিয়ে দেখেই এদিনের এই সিদ্ধান্ত ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসীমার বেঞ্চের। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে মামলার বেঞ্চ পরিবর্তনের জন্য এদিন নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তবে সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের নির্দেশ নিয়ে খানিকটা ধোঁয়াশা তৈরি হয়েছে। শুনানি এখনও পর্যন্ত শেষ না হওয়ায় এবং আদালতের লিখিত নির্দেশ হাতে না পাওয়ায় নিয়োগ সংক্রান্ত সব মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানো হয়েছে কি না তা নিয়ে কোনও কোনও মহল নিশ্চিত নয়। এই সব মামলাগুলির অন্যতম আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য টিভি নাইন বাংলাকে বলেন, “যতটুকু বুঝেছি তাতে শুধুমাত্র অভিষেকের মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে হেস্টিংস থানায় এবং আলিপুর আদালতে কুন্তলের অভিযোগপত্র পৌঁছয়। এরপরই কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, প্রয়োজন হলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বিচারপতির এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিংভি। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশের আবেদনের পাশাপাশি দেশের শীর্ষ আদালকে আইনজীবী মনুসিংভি জানান, আঞ্চলিক একটি সংবাদমাধ্যমে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি।
এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের নির্দেশে দুই দফায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি শুক্রবারের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সাক্ষাৎকারের বিষয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দেন দেশের প্রধান বিচারপতি। সাক্ষাৎকারের অনুবাদ (Transcript) এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পাঠানো নোট খতিয়ে দেখেই শুক্রবার দেশের প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত মামলার বেঞ্চ বদলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে।