Bengal BJP: প্রচারে জোর বাড়াতে পঞ্চায়েত ‘মহারণের’ আগেই নতুন গাড়ি-বাইক কিনল বিজেপি

Bengal BJP: দিল্লির নির্দেশে গাড়ি , বাইক কেনা হয়েছে বলে সূত্রের খবর । বিজেপি এই রাজ্যে সাংগঠনিক জেলা ৪২ টি । সমস্ত জেলায় একটা করে গাড়ি দেওয়া হবে বলে সূত্রের খবর।

Bengal BJP: প্রচারে জোর বাড়াতে পঞ্চায়েত 'মহারণের' আগেই নতুন গাড়ি-বাইক কিনল বিজেপি
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 10:00 AM

কলকাতা: শিয়রে পঞ্চায়েত। সামনে লোকসভা। প্রচারে জোর বাড়াতে এবার নতুন গাড়ি কিনল রাজ্য বিজেপি। ৪২ টি নতুন গাড়ি ও ৩০০ টি বাইক কেনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। লোকসভা ভোটকে সামনে রেখে তৈরি হয়েছে বিজেপির নতুন অফিস। এবার দিল্লির নির্দেশে গাড়ি , বাইক কেনা হয়েছে বলে সূত্রের খবর । বিজেপি এই রাজ্যে সাংগঠনিক জেলা ৪২ টি । সমস্ত জেলায় একটা করে গাড়ি দেওয়া হবে বলে সূত্রের খবর। বিধানসভা এলাকা পিছু থাকবে বাইক । প্রতিটি জেলাকে এই গাড়ি কিনতে বলা হয়েছিল । কেন্দ্রীয় ভাবে কেনা হচ্ছে না ।

জেলা সূত্রে খবর , গাড়ি পিছু দাম পড়ছে ১০ লক্ষ টাকা । বাইকপিছু দাম ৭০ থেকে ৯০ হাজার টাকা। জানা গেছে , এবার সব গাড়ি প্রতিটি জেলাকে কিনতে বলা হয়েছে । তবে তা কেন্দ্রীয়ভাবে কেনা হচ্ছে না ।

গাড়ি কেনা নিয়ে দলের অন্দরেই ভিন্নমত। পুরোন‌দিনের এক বিজেপি নেতার কথায় , “একটা গাড়ি নিয়ে আমরা একসময় দুটো লোক সভা আসন জিতেছি । কিন্তু এখন তো সে সব ইতিহাস । কত কর্মী ঘড় ছাড়া , কত কর্মী খাবার পয়সা জোটে না। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত কেন?”  যদিও বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন,  “দল বড় হচ্ছে, সংগঠন বাড়ছে , তাই গাড়িরও প্রয়োজন পড়ছে।” বরং শাসকদলকে বিঁধে তিনি আরও বলেন, “আমাদের দলের গাড়ি হয় , দলের অফিস হয়। চালকল হয় না।” পঞ্চায়েত নির্বাচনে আগে সংগঠনকে মজবুত করতে একেবারে তৎপর বিজেপি। ব্যালট বাক্সে কী প্রভাব পড়ে, সেটাই দেখার।