Weather Forecast: সঙ্গে রাখতেই হবে ছাতা! কাঠফাটা রোদ নাকি ঝমঝমিয়ে বৃষ্টি, আজ সারাদিন কেমন থাকবে আকাশের হাল?

Kolkata Weather Update: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার, শনিবার ও রবিবার, এই তিন দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather Forecast: সঙ্গে রাখতেই হবে ছাতা! কাঠফাটা রোদ নাকি ঝমঝমিয়ে বৃষ্টি, আজ সারাদিন কেমন থাকবে আকাশের হাল?
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 8:32 AM

কলকাতা: কাঠফাটা গরম থেকে মুক্তি দিয়ে বৃহস্পতিবার বিকেলেই নেমেছিল স্বস্তির বৃষ্টি (Rainfall)। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো দমকা হাওয়া ও সঙ্গে মুষলধারে বৃষ্টি, এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি কমিয়ে দিয়েছিল। কয়েক ঘণ্টাতেই তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রিতে পৌঁছেছিল। শুধু শহর কলকাতাতেই নয়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রায় সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টি হয়েছে গতকাল দিনভর। শুক্রবার সকাল থেকে আকাশ রোদ ঝলমলে থাকলেও, বেলা বাড়তেই ফের ঝেঁপে নামবে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Department)

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, গতকালের মতো আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা ঝড় বইতে পারে। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে  বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও শনি ও রবিবার থেকে ফের বৃষ্টিপাতের বাড়বে দক্ষিণবঙ্গে