Suvendu Adhikari: বাংলায় ক্ষমতা এলেই ব্রিটিশ-মুঘলদের ‘নামনিশান’ সরে যাবে: শুভেন্দু
BJP: বিজেপিশাসিত রাজ্য উত্তর প্রদেশে ইতিমধ্যেই একাধিক নাম-বদল দেখা গিয়েছে। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই স্টেশন হয়েছে দীন দয়াল উপাধ্যায় স্টেশন।
কলকাতা: বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে বদলে যাবে বহু রাস্তা কিংবা ঐতিহ্যবাহী স্থানের নাম। বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট দিলেন সে বার্তাই। জানিয়ে দিলেন, ব্রিটিশ কিংবা মুঘলদের ঐতিহ্যের সাক্ষ্যবাহী জায়গা কিংবা গুরুত্বপূর্ণ কোনও নাম বদলে দেবে বিজেপি সরকার। গত কয়েকদিন ধরে ‘ইন্ডিয়া-ভারত’ বিতর্ক চলছে দেশজুড়ে।
এই আবহে এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, “এ দেশ ভারতই। ব্রিটিশের কোনও নাম এখানে চলবে না। বাংলায় যখন বিজেপি সরকার আসবে, তখন বার্জ টাউন সরে যাবে। কর্ণেলগোলা সরে যাবে। ওয়েস্টিন সরে যাবে। যত ব্রিটিশ নামনমুনা আছে, যত মুঘল নামনিশানা আছে সব সরানোর কাজ বিজেপি সরকার করবে। ভারত নাম চিরন্তন। এর কোনও অপশন নেই।”
বিজেপিশাসিত রাজ্য উত্তর প্রদেশে ইতিমধ্যেই একাধিক নাম-বদল দেখা গিয়েছে। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই স্টেশন হয়েছে দীন দয়াল উপাধ্যায় স্টেশন। ঝাঁসির নাম বদলে এখন বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ রেলওয়ে স্টেশন। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের মুঘল উদ্যান এখন অমৃত উদ্যান। নাম বদলেছে আরও একাধিক জায়গার। বাংলার বিজেপি ক্ষমতায় এলে এখানকারও বহু নাম বদলে দেবেন, শুনিয়ে রাখলেন বিরোধী দলনেতা।