Suvendu Adhikari On Mahua Moitra: ইস্যু পুরনো! মহুয়া বহিষ্কৃত হতেই মা কালীর শরণে শুভেন্দু
Suvendu Adhikari On Mahua Moitra: মহুয়ার কালী বিতর্ক অত্যন্ত পুরনো। কানাডার একটি তথ্য চিত্রের পোস্টারে কালীর ছবি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল। মহুয়া মৈত্র কালীর শাক্ত আচারে পুজো সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। তা নিয়ে বিতর্ক দানা বাঁধে।

কলকাতা: ২০২২ কাট টু ২০২৩! স্পর্শকাতর একটি ইস্যুতে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন নুপুর শর্মা। তাঁকে সাসপেন্ডও করেছিল বিজেপি। এবার ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর তাঁর বহিষ্কারের পর ‘জয় মা কালী’ বলে টুইট করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন ‘কালী’? ‘কালী’ ইস্যু নিয়ে মহুয়ার অতীতেও রয়েছে বিতর্ক। আর সেই বিতর্ক তাঁর বহিষ্কারের দিনে আবারও উস্কে দিলেন শুভেন্দু। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, ‘ভগবানকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করবেন না। তাঁর ক্রোধ আপনাকে পুরোপুরি ধ্বংস করতে পারে। জয় মা কালী।’
Mere mortal know your limitations, don’t use slanderous words while referring to the Divine. You don’t have the capacity to belittle Her, but Her Rage can Raze you completely.
Jai Maa Kali 🙏🏻#Cash_for_Query @ANI @PTI_News @republic @IndiaToday @TimesNow @CNNnews18 @htTweets… pic.twitter.com/My8zRb5jbK
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2023
মহুয়ার কালী বিতর্ক অত্যন্ত পুরনো। কানাডার একটি তথ্য চিত্রের পোস্টারে কালীর ছবি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল। মহুয়া মৈত্র কালীর শাক্ত আচারে পুজো সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেই সময়েই দল বলে দিয়েছিল, মহুয়ার এই বক্তব্য একদমই তাঁর ব্যক্তিগত, দলের এর সঙ্গে কোনও যোগ নেই।
To all you sanghis- lying will NOT make you better hindus. I NEVER backed any film or poster or mentioned the word smoking.
Suggest you visit my Maa Kali in Tarapith to see what food & drink is offered as bhog. Joy Ma Tara
— Mahua Moitra (@MahuaMoitra) July 5, 2022
তারপর টুইট করেছিলেন মহুয়া মৈত্র। তিনি বলেন, “সঙ্ঘীদের বলছি, মিথ্যা বলে খাঁটি হিন্দু হওয়া যায় না। আমি কোনও সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি। ধূমপান শব্দটিরও উল্লেখ করিনি।” সেসময়ে মহুয়া মৈত্রর মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমেছিল বিজেপি। এবার তাঁর বহিষ্কারের পর কালী প্রসঙ্গই টেনে আনলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তবে শুভেন্দু অধিকারীর টুইটের পাল্টা মুখ খুলেছেন রাজ্যের চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মা কালী হচ্ছে মায়ের রূপ এবং মহিলারা হচ্ছে মায়ের রূপ। বিরোধী দলনেতা মা কালী আশ্রয় নিচ্ছেন টুইট করে।”
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, মহুয়া মৈত্র মা কালীর ছবি নিয়ে যে বিতর্কে জড়িয়েছিলেন, সেই সময় প্রতিবাদে সরব হয়েছিলেন শুভেন্দু। কৃষ্ণনগরে প্রতিবাদ কর্মসূচি করছিলেন। মহুয়ার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হতেই সেই প্রসঙ্গে এই টুইট বলে মত রাজনীতির কারবারীদের।





