Mamata Banerjee: ‘যেখানে গেল, সেখানে ভরাডুবি হল’, রাহুলের সুরেই মমতা

Mamata Banerjee: মমতা বলেন, "ইন্ডিয়ান ক্রিকেটাররা এত ভাল খেলল, সব খেলায় জিতল। আর ওঁরা যেখানে গেল, সেখানে ভরাডুবি হল।" এর আগে অখিলেশ যাদবও বলেছিলেন লখনউয়ে ফাইনাল ম্যাচ হলে বিশ্বকাপ জিতত ভারত। প্রসঙ্গত, সাবেক মোতেরা বর্তমান নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হয়। লখনউয়ের স্টেডিয়াম আবার অটল বিহারী বাজপেয়ীর নামে, 'ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একনা ক্রিকেট স্টেডিয়াম'।

Mamata Banerjee: 'যেখানে গেল, সেখানে ভরাডুবি হল', রাহুলের সুরেই মমতা
নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 6:52 PM

কলকাতা: ক্রিকেট বিশ্বকাপে ভারতের হেরে যাওয়ায় মন ভেঙেছে আপামর দেশবাসীর। বিরাট, সামিদের জন্য মন খারাপ সকলেরই। এই হার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে ‘ময়নাতদন্ত’ও। কেউ ‘পিচ’ খারাপ বলেছিলেন, কেউ বলেছিলেন, অস্ট্রেলিয়ার ভাল পারফর্ম্যান্সের কথা। তবে এই হার নিয়ে বিরোধীরা প্রথম থেকেই রাজনীতির ময়দানে। দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বিরোধীরা রাজনীতির আসরে নামে। রাহুল গান্ধীর ‘ব্যক্তিগত আক্রমণ’-এর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল স্টেডিয়াম নিয়ে সমালোচনা।

মমতা বন্দ্যোপাধ্যায় এই হারের জন্য স্টেডিয়ামকে কাঠগড়ায় তুললেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতা কর্মীদের নিয়ে সমাবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, কলকাতা কিংবা ওয়াংখেড়েতে ফাইনাল হলে হারতে হতো না ভারতকে। আর এই প্রসঙ্গে ক্রিকেটে গৈরিকীকরণের চেষ্টার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ইন্ডিয়ার ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরা জিততাম। সবাইকে গেরুয়া পরিয়ে দিয়েছে। খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না। খেলোয়াড়দের আপত্তিতে সেটা খাটেনি। তাও নীলের মধ্যে একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে।”

এরপরই মমতা বলেন, “ভারতীয় ক্রিকেটাররা এত ভাল খেলল, সব খেলায় জিতল। আর ওঁরা যেখানে গেল, সেখানে ভরাডুবি হল।” এর আগে অখিলেশ যাদবও বলেছিলেন লখনউয়ে ফাইনাল ম্যাচ হলে বিশ্বকাপ জিতত ভারত। প্রসঙ্গত, সাবেক মোতেরা বর্তমান নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হয়। লখনউয়ের স্টেডিয়াম আবার অটল বিহারী বাজপেয়ীর নামে, ‘ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একনা ক্রিকেট স্টেডিয়াম’।

এদিন কিছুটা শ্লেষের সুরে মমতাকে বলতে শোনা যায়, ‘মোদীবাবু’। এমনও বলেন, “একটাই ট্যাক্স জিএসটি। রাজ্য কোনও ট্যাক্স তোলে না। সবটাই কেন্দ্র তুলে নিয়ে চলে যায়। তাতে আমাদের শেয়ারটা আমাদের দেওয়ার কথা। সেই টাকা থেকে দিয়েও বলছে ছবি লাগাতে হবে বাবুর। বাবুদের নামে স্টেডিয়াম হবে, জমিদারি হবে। বাবুদের নামে স্ট্যাচু হবে। এমনকী একটা বাথরুম তৈরি করতে হলেও এখন বাবুদের ছবি দরকার।” মমতার এদিনের বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে জবাবে বলেন, “ছি ছি রাষ্ট্রবিরোধী কথা। অ্যান্টি ন্যাশনাল। ইউএপিএ প্রয়োগ করা উচিত।”