Durga Puja in Kolkata: পঞ্চমীতেই কলকাতা আনন্দনগরী, রাত বাড়তেই রাস্তায় জনস্রোত
Durga Puja in Kolkata: পঞ্চমীর সন্ধ্য়ায় জনজোয়ার ম্যাডক্স স্কোয়ারে। ভিড় যেন ছাপিয়ে যাচ্ছে অন্যান্য বারের অষ্টমী, নবমীর সন্ধ্য়াকেও। জমে উঠেছে পুজোর আড্ডাও। অন্যদিকে সল্টেলেকের ইসি ব্লকেও জনজোয়ার। সেখানেও চলছে আড্ডা। পুজো উদ্য়োক্তাদের মধ্যেও তুমুল উচ্ছ্বাস।
কলকাতা: রাজপথ ঢাকা পড়েছে মানুষের ঢলে। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই জনস্রোত। ম্যাডক্স স্কোয়ার থেকে সল্টলেক ইসি ব্লক, উল্টোডাঙা থেকে কল্যাণীর এ২, হালিশহর থেকে হাতিবাগন সর্বজনীন, সব জায়গার ছবিই যেন গাঁথা হয়ে গিয়েছে এক সুতোয়। দিকে দিকে পৌঁছে গিয়েছেন টিভি-৯ বাংলার প্রতিনিধিরা। পঞ্চমীর সন্ধ্য়ায় জনজোয়ার ম্যাডক্স স্কোয়ারে। ভিড় যেন ছাপিয়ে যাচ্ছে অন্যান্য বারের অষ্টমী, নবমীর সন্ধ্য়াকেও। জমে উঠেছে পুজোর আড্ডাও। অন্যদিকে সল্টেলেকের ইসি ব্লকেও জনজোয়ার। সেখানেও চলছে আড্ডা। পুজো উদ্য়োক্তাদের মধ্যেও তুমুল উচ্ছ্বাস।
ইসি ব্লকের এক পুজো উগ্যোক্তা বললেন, চতুর্থীর দিন আমাদের পুজোর উদ্বোধন হয়েছে। দশমী পর্যন্ত আমাদের এখানে রোজ সাংস্কৃতির অনুষ্ঠান রয়েছে। বিগত কয়েক মাস ধরেই চলেছে রিহার্সাল। জনজোয়ারে দক্ষিণ কলকাতাকে টেক্কা দিচ্ছে উত্তর কলকাতাও। ভিড় বেড়েছে উত্তর কলকাতার পুজো মণ্ডপগুলিতেও। হাতিবাগান সার্বজনীনের পুজো দেখতেও নানা প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। সেখানেই লাইন দিয়ে ঠাকুর দেখছেন হাজার হাজার মানুষ। ভিড় নিয়ন্ত্রণে রাস্তায় শয়ে শয়ে পুলিশ। এখানে প্রতিমা সাবেকি।
শুধু কলকাতা নয়, ভিড় বেড়েছে জেলার পুজো মণ্ডপগুলিতেও। রাত বাড়তেই ভিড় বেড়েছে হালিশহরের সরস্বতী ক্লাবের পুজো মণ্ডপে। এখানেও প্রতিমার সাজ সাবেকি। অন্যদিকে আনন্দে মেতে নদিয়াও। কল্যাণী এ২-র পুজো দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের মানুষেরা। একই ছবি হুগলি থেকে হাওড়া সর্বত্রই।