উদ্বেগ বাড়াচ্ছে ছত্রাক সংক্রমণ! শহরে আরও তিন মিউকরমাইকোসিস আক্রান্তের খোঁজ

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত সাতজন মিউকরমাইকোসিস (Mucormycosis) আক্রান্ত তা নিশ্চিত করা গিয়েছে।

উদ্বেগ বাড়াচ্ছে ছত্রাক সংক্রমণ! শহরে আরও তিন মিউকরমাইকোসিস আক্রান্তের খোঁজ
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 23, 2021 | 4:51 PM

কলকাতা: শহরে আরও তিন ছত্রাক  (Mucormycosis) সংক্রমিতের সন্ধান মিলল। শনিবারই কোভিড আক্রান্ত এক তরুণীর মৃত্যু হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত বলে আশঙ্কা করা হয়েছিল। এরইমধ্যে মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া বৃদ্ধের শরীরেও মিউকরমাইকোসিসের দেখা মিলেছে বলেই সূত্রের খবর।

৬৫ বছর বয়সী ওই বৃদ্ধের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সে কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর শরীরে মিউকরমাইকোসিসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপরই তাঁর বাড়ির লোকজন হাসপাতাল থেকে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। অন্যদিকে শহরের আরও একটি হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর শরীরেও এই ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত সাতজন মিউকরমাইকোসিস আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সন্দেহভাজনের তালিকায় রয়েছেন আটজন। তাঁরা কে কোন হাসপাতালে রয়েছেন তা এখনও স্বাস্থ্য ভবনের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। যেহেতু এই মুহূর্তে দেশজুড়ে এই সংক্রমণকে মহামারী হিসাবে দেখা হচ্ছে। সেই জায়গা থেকে রাজ্যের স্বাস্থ্য ভবন এ নিয়ে একটি বিশেষ কমিটিও গঠন করেছে। যেখানে এ সংক্রান্ত মৃত্যু পর্যালোচনা করে তারপরই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে।

আরও পড়ুন: ইয়াস মোকাবিলায় তৈরি রাজ্য, ‘মানুষের কাছে পৌঁছনোর’ বার্তা প্রধানমন্ত্রীর

তবে সূত্রের খবর, শহর কলকাতার দু’টি হাসপাতালে মিউকরমাইকোসিস আক্রান্তের খোঁজ মিলেছে। মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতাল ও আলিপুরের কাছে একটি হাসপাতালে মোট তিনজনের শরীরে এই ছত্রাকের উপস্থিতি নজরে এসেছে। তিনজনই কোভিড পরবর্তী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার পর এই ছত্রাকের উপস্থিতি শরীরে লক্ষ্য করা যায়।