আদৌ কি পর্যাপ্ত ব্যবস্থা দিয়েই চার সাফাই কর্মীকে ম্যানহোলে নামানো হয়েছিল? কুঁদঘাট দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি

কুঁদঘাট (Kudghat) ম্যানহোল দুর্ঘটনা তদন্ত কমিটি গঠন করল পুরসভা (KMC Formed Committee)

আদৌ কি পর্যাপ্ত ব্যবস্থা দিয়েই চার সাফাই কর্মীকে ম্যানহোলে নামানো হয়েছিল? কুঁদঘাট দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Feb 26, 2021 | 11:20 AM

কলকাতা: কুঁদঘাট (Kudghat) পাম্প হাউসের কাছে ম্যানহোল-বিপর্যয় কাণ্ডে চার কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করল পুরসভা (KMC Formed Committee) । কমিটিতে রয়েছেন কলকাতা পুরসভার পদস্থ কর্তারা। কমিটিতে রয়েছেন নিকাশি, কেইআইপি, সিভিলের ডিজিরা। কেন সাফাই ও নিকাশির ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই কর্মীদের কাজে পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যে মৃত চার শ্রমিকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, মৃত চার জনের মধ্যে তিন একই পরিবারের সদস্য। তাঁরা সম্পর্কে দাদা-ভাই ছিলেন।

বৃহস্পতিবার সকালে পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডে কুঁদঘাট পাম্প হাউসের কাছে ম্যানহোলে পুরনো ও নতুন পাইপ সংযুক্তিকরণের কাজ চলছিল। প্রথমে তিনজন শ্রমিক ম্যানহোলে নেমেছিলেন। তাঁদেরকে তলিয়ে যেতে দেখে ম্যানহোলে রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা আরও এক জন শ্রমিক। কিন্তু তিনিও ভেসে যান। দীর্ঘক্ষণ পর তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।

দু’জনকে বাঘাযতীন ও বাকি দু’জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁদের। প্রত্যেকেই মালদার তালসুট গ্রামের বাসিন্দা। তিন ভাইয়ের পরিবার এখন শোকস্তব্ধ। তবে বারবার কেন সাফাই ও নিকাশি কর্মীদের এ হেন বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে, কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: বিজেপি করার মাশুল? উলঙ্গ করে পিটিয়ে নেতার দু’পা ও হাত ভাঙার অভিযোগ

প্রশ্ন উঠছে, কেন পর্যাপ্ত যন্ত্রপাতি ছাড়া, কেন মাস্ক ছাড়া এভাবে ম্যানহোলে নামলেন তাঁরা? পুরসভার কর্তারা দাবি করেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া সাফাই কর্মীদের কাজে পাঠানো হয় না। এবার তদন্ত কমিটি রিপোর্ট দেবে, যে সংস্থার অধীনে এই কর্মীরা কাজ করছিলেন, তাঁরা আদৌ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছিল কিনা। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মেয়র জানিয়েছেন।