Mamata Banerjee: ‘আমাদের দয়ায় মনোনয়ন দিয়েছে’, শুভেন্দুদের বিধানসভায় বিঁধলেন মমতা
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বললেন, এবারের পঞ্চায়েত ভোটে ৫৪ হাজারের বেশি আসনে বিজেপি মনোনয়ন জমা দিয়েছে। যা অতীতে কোনওদিন পারেনি। সেই কথা বলার সময়েই মুখ্যমন্ত্রীর দাবি, 'এবার আমাদের দয়ায় মনোনয়ন জমা দিয়েছে।'
কলকাতা: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে যে বিরোধীরা প্রার্থী দেওয়ার যথেষ্ট সুযোগ পেয়েছে, তা আগেও বার বার পরিসংখ্যান তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময়েও সেই বিষয়টি উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। বললেন, এবারের পঞ্চায়েত ভোটে ৫৪ হাজারের বেশি আসনে বিজেপি মনোনয়ন জমা দিয়েছে। যা অতীতে কোনওদিন পারেনি। সেই কথা বলার সময়েই মুখ্যমন্ত্রীর দাবি, ‘এবার আমাদের দয়ায় মনোনয়ন জমা দিয়েছে।’ পঞ্চায়েতে শাসক-বিরোধী দুই পক্ষ মিলিয়ে মোট যে মনোনয়ন জমা পড়েছে, সেই হিসেবে বিজেপির মনোনয়নের হিসেব যে যথেষ্ট ভাল, সেটাই বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এবারের পঞ্চায়েত নির্বাচন ঘিরে বার বার অশান্তি ও গোলমালের অভিযোগ উঠেছে। রাজ্যে কিছু কিছু জায়গায় যে বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে, সেকথা মেনে নিচ্ছেন মমতা। তাঁর বক্তব্য, ‘রাজ্যে ২৩টি জেলা রয়েছে । হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছে। একবারও তো বলিনি হয়নি কিছু।’ তবে পঞ্চায়েত ভোটে যে এক পরিবার থেকে একাধিক সদস্য প্রার্থী হিসেবে দাঁড়ায়, আর তার কারণে যে অনেক জায়গায় সমস্যা-গন্ডগোল হয়, সেই তত্ত্বও তুলে ধরেন মমতা। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য়, ‘এই জন্যই তো নব জোয়ার হয়েছিল।’ বিরোধীরা যে ভোট লুঠের অভিযোগ আনছে, তাও এদিন ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মমতা। বলেছেন, ‘যত লুঠ লুঠ বলছে, সব ঝুট ঝুট ঝুট।’
আর বিক্ষিপ্তভাবে যে ঘটনাগুলি ঘটেছে, তার জন্য যে রাজ্য পুলিশের উপর দায় চাপানো যায় না, তাও বুঝিয়ে দেন মমতা। তাঁর বক্তব্য, রাজ্যের পুলিশ ছিল ৭০ হাজার। আর সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল ৮০ হাজার। তাহলে এত কাণ্ড কীভাবে বাহিনীর ‘নাকের নীচ’ দিয়ে হয়ে গেল? সেই নিয়ে প্রশ্ন মমতার।