Today Weather Update: চলতি সপ্তাহেই ২০ ডিগ্রিতে নামবে পারদ, বৃষ্টি নিয়েও রইল বড় আপডেট
Today Weather Update: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা নামবে পারদ। ফলে কালী পুজো, ভাই ফোঁটায় বজায় থাকবে শীতের আমেজ। সপ্তাহের মাঝামাঝি সপ্তাহে ঠান্ডার আমেজ আরও পেতে চলেছেন রাজ্যবাসী।
কলকাতা: ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। বুধবার আরব সাগরে তৈরি হতে চলেছে সেই নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্নাবর্ত শক্তি বাড়াচ্ছে তামিললাড়ু সংলগ্ন উপকূলে। পূর্ব মধ্য আরব সাগরে এই ঘূনাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তবে উৎসবের মরশুমে এর কোনও প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা নেই।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা নামবে পারদ। ফলে কালী পুজো, ভাই ফোঁটায় বজায় থাকবে শীতের আমেজ। সপ্তাহের মাঝামাঝি সপ্তাহে ঠান্ডার আমেজ আরও পেতে চলেছেন রাজ্যবাসী।
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় শীত-শীত অনুভূত হবে। চলতে সপ্তাহে কুড়ির নিচে নামবে তাপমাত্রা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ১৭ থেকে ১৮ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা। বিভিন্ন জেলায়-জেলায় এই সপ্তাহেই অনুভূত হবে শীত।
অপরদিকে, উত্তরবঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। ক্রমশ জলীয় বাষ্পহীন শুকনো বাতাস প্রবেশ করবে জেলাগুলিতে। তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।