Ultodanga Fire: অষ্ঠমীর ভিড় সামলাতে যখন ব্যস্ত তিলোত্তমা, ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল উল্টোডাঙায়
Ultodanga Fire: দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর রাতে হঠাৎ করেই একটি বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝুপড়ি বাড়ির একটি অংশ দাউ দাউ করে জ্বলে ওঠে
কলকাতা: অষ্টমীর সন্ধ্যায় বিপত্তি। বিধ্বংসী অগ্নিকাণ্ড উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডে। পরপর ১৫ থেকে ১৭ টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে। দাহ্য পদার্থ ও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত। তবে সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর রাতে হঠাৎ করেই একটি বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝুপড়ি বাড়ির একটি অংশ দাউ দাউ করে জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই পরপর আশপাশের বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারগুলি ফাটতে শুরু করে। দমকল সূত্রে জানা গিয়েছে, একের পর এক সাতটি সিলিন্ডার ফাটে। প্রথমে সেখানকার বাসিন্দারাই এলাকা থেকে বালতি গামলায় জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু ঘিঞ্জি এলাকায় পরপর বাড়িগুলিতে আগুন ধরতে থাকে।
প্রথমে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে পরিস্থিতি বুঝে আরও পাঁচটি ইঞ্জিন আনা হয়। মোট ১২ টি ইঞ্জিন তিন ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর নেই। পরে পুজোর মধ্যেই মাথার ছাদ হারিয়ে দিশেহারা পরিবারগুলো।