Amit Shah: জোড়া নয়, একটিই সভা মঙ্গলে! বঙ্গে শাহি কর্মসূচি আংশিক বাতিল

Amit Shah: এবারের লোকসভা নির্বাচনে বাংলার দিকে বিশেষ নজর দিয়েছে বিজেপি শিবির। দিল্লির প্রথম সারির তাবড় পদ্ম নেতারা সভা করছেন বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেকে।

Amit Shah: জোড়া নয়, একটিই সভা মঙ্গলে! বঙ্গে শাহি কর্মসূচি আংশিক বাতিল
অমিত শাহ।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2024 | 3:54 PM

কলকাতা: লোকসভা ভোটের প্রচারে মঙ্গলবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল বাংলায় জোড়া সভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর সেনাপতির। একটি সভা নদিয়ার কৃষ্ণনগরে। দ্বিতীয়টি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। তবে সভার ২৪ ঘণ্টা আগে বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষ্ণনগরের শাহি কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। অনিবার্য কারণ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কৃষ্ণ নগরের সভা বাতিল হলেও পূর্ব বর্ধমানের কাটোয়ায় পূর্ব নির্ধারিত কর্মসূচিতে থাকবেন অমিত শাহ।

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বাংলার দিকে বিশেষ নজর দিয়েছে বিজেপি শিবির। দিল্লির প্রথম সারির তাবড় পদ্ম নেতারা সভা করছেন বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেকে। এমনকী বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও বাংলায় ভোটের ময়দানে প্রচারে নামছেন। আগামিকাল ফের এবার ভোটের প্রচারে বাংলায় আসছেন অমিত শাহ। সভা করবেন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়ার রসুলপুরে।

আপাতত কৃষ্ণনগরে শাহি কর্মসূচি বাতিল করা হলেও, অমৃতা রায়ের হয়ে ভোটের প্রচারে শীঘ্রই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩ মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোটের প্রচারে আসার কথা রয়েছে মোদীর। এখনও পর্যন্ত যা খবর, তেহট্টে সভা করবেন প্রধানমন্ত্রী। এরপর আগামী ৭ মে আবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও আসার কথা রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রচারে।