WB Madhyamik Result 2023 LIVE Updates: মাধ্যমিকে প্রথম কাটোয়ার ছাত্রী, প্রথম ১১৮ জনের মধ্যে নেই কলকাতার একজনও

| Edited By: | Updated on: May 19, 2023 | 6:54 PM

WB Class 10 Board Result 2023 Live Updates: এ বছর ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ৪ মার্চ। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ২ হাজার ৮৬৭টি পরীক্ষাকেন্দ্রে এবার পরীক্ষাগ্রহণ হয়।

WB Madhyamik Result 2023 LIVE Updates: মাধ্যমিকে প্রথম কাটোয়ার ছাত্রী, প্রথম ১১৮ জনের মধ্যে নেই কলকাতার একজনও
সতীর্থ সাহা, ষষ্ঠ স্থানাধিকারী।

কলকাতা: পরীক্ষার প্রায় আড়াই মাসের মধ্যে ফল প্রকাশ হল মাধ্যমিকের। শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক ২০২৩-এর আনুষ্ঠানিক ফলপ্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বছর প্রায় পাশের হার ৮৬.১৫। আগেরবারের থেকে কমেছে। ১৬টা জেলা থেকে প্রথম দশে ১১৮ জন রয়েছে। সবচেয়ে বেশি Rank মালদহ জেলায়।  ২১ জন মেধা তালিকায় স্থান পেয়েছে। এরপরই পূর্ব বর্ধমানের জয়জয়কার। ১৭ জন প্রথম দশে এই জেলা থেকে। এমনকী মাধ্যমিকে প্রথম যে হয়েছে, সেই ছাত্রী  দেবদত্তা মাজি এ জেলারই কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস স্কুলের ছাত্রী। ৭০০-এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯৭।  ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে। পূর্ব বর্ধমানের পর নাম রয়েছে বাঁকুড়া জেলার। ১৪ জন। দক্ষিণ ২৪ পরগনা চার নম্বরে। ১৩ জন প্রথম দশের এই জেলার। পাঁচ নম্বরে পূর্ব মেদিনীপুর। এই জেলার ১১ জন সেরা দশে আছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 May 2023 01:10 PM (IST)

    মাধ্যমিকে তৃতীয় রিফত

    মাধ্যমিকে তৃতীয় রিফত আলি সরকার।

  • 19 May 2023 01:06 PM (IST)

    ভবিষ্যতে গবেষক হতে চায় দমদমের প্রত্য়ুষ

    দমদম কিশোরভারতী স্কুল থেকে দশম হয়েছে প্রত্যুষ চট্টোপাধ্যায় সঙ্গে বাবা, মা। প্রাপ্ত নম্বর ৬৮৩। ভবিষ্যতে গবেষক হতে চায় প্রত্যুষ।

  • 19 May 2023 12:43 PM (IST)

    আগামী বছরের পরীক্ষার রুটিন

    ২ ফেব্রুয়ারি প্রথম ভাষা

    ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা

    ৫ ফেব্রুয়ারি ইতিহাস

    ৬ ফেব্রুয়ারি ভূগোল

    ৮ ফেব্রুয়ারি গণিত

    ৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান

    ১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান

    ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়

  • 19 May 2023 11:24 AM (IST)

    শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

    মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মমতা লেখেন, 'মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।'

  • 19 May 2023 11:04 AM (IST)

    আগামী বছরের মাধ্যমিকের দিন ঘোষণা

    ২ ফেব্রুয়ারি শুরু ২০২৪ সালের মাধ্যমিক।

  • 19 May 2023 10:52 AM (IST)

    সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি

  • 19 May 2023 10:49 AM (IST)

    সপ্তম স্থানাধিকারির প্রাপ্ত নম্বর ৬৮৬

    সুচেতনা রায়। বসিরহাট পূর্ণচন্দ্র মজুমদার গার্লস হাইস্কুল।

    অদ্রিজ গুপ্ত। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।

    অনুশ্মিতা সাঁতরা। বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়।

    জিষ্ণু ঘোষ। মাহেশ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয়। হুগলি।

    শুভম হাজরা। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।

    দেবশঙ্কর সাঁতরা। সারদা বিদ্যামন্দির। মেদিনীপুর।

  • 19 May 2023 10:45 AM (IST)

    ষষ্ঠ স্থানাধিকারী ৬৮৭

    প্রাপ্ত নম্বর ৬৮৭। ৯৮.১৪ শতাংশ। ষষ্ঠ স্থানাধিকারী।

    বিদিশা কুণ্ডু। বনগাঁ কুমুদিনী উচ্চবালিকা বিদ্যালয়।

    সুতীর্থ পাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।

    অনীক বাড়ুই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।

    সৌম্যদীপ দাস। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।

    সৌম্যদীপ নায়েক। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।

    সুরদেন্দু মণ্ডল। বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল। বাঁকুড়া।

    অপূর্ব সামন্ত। বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল। বাঁকুড়া।

    প্রাণীল যশ। বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল।

    সতীর্থ সাহা। দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট হাইস্কুল।

    রায়ান আবেদীন। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।

    ঋদ্ধিশ দাস। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।

  • 19 May 2023 10:40 AM (IST)

    পঞ্চম স্থানাধিকারির প্রাপ্ত নম্বর ৬৮৮

    পঞ্চম স্থানাধিকারির প্রাপ্ত নম্বর ৬৮৮।

    অরিজিৎ মণ্ডল। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।

    শুভজিৎ দে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।

    সুপ্রভ আদক। সারদা বিদ্যামন্দির। পশ্চিম মেদিনীপুর।

    অন্বেষা চক্রবর্তী। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল।

    ইশান পাল। বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল। বাঁকুড়া।

    রূপায়ন পাল। পূর্ব বর্ধমান। সিএমএস বর্ধমান ডে স্কুল।

    অনুশ্রেয়া দাস। চঞ্চলরানি দ্রাক্ষায়ণী গার্লস হাইস্কুল।

    শুভজিৎ দেব। মালদহ। এসি ইন্সটিটিউট।

  • 19 May 2023 10:36 AM (IST)

    চতুর্থ স্থানাধিকারী ৪ জন

    চতুর্থ স্থানাধিকারী ৪ জন। প্রাপ্ত নম্বর ৬৮৯। ৯৮.৪৩ শতাংশ।

    সমাদৃতা সেন। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়।

    অনিশ বাড়ুই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা।

    তুহিন বেরা। পূর্ব মেদিনীপুর। রঘুনাথবাড়ি রামতারক হাইস্কুল।

    অর্ক বন্দ্যোপাধ্যায়। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল।

  • 19 May 2023 10:33 AM (IST)

    তৃতীয় ৬৯০

    অর্ক মণ্ডল তৃতীয়। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল। উত্তর ২৪ পরগনা। ৬৯০ প্রাপ্ত নম্বর। ৯৮.৫৭ শতাংশ।

    সৌম্যদীপ মল্লিক। বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়। উত্তর ২৪ পরগনা ।

    মহম্মদ সরবর ইমতিয়াজ। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ।

    মাহির হোসেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ।

    স্বরাজ পাল। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ।

    অর্ঘদীপ সাহা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ।

  • 19 May 2023 10:30 AM (IST)

    দ্বিতীয়র প্রাপ্ত নম্বর ৬৯১

    যুগ্ম দ্বিতীয়। দ্বিতীয় শুভম পাল। পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুল। ৬৯১/৭০০। ৯৮.৭১ শতাংশ নম্বর।

    তালিকায় আছে রিফত হাসান সরকার। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। ৬৯১/৭০০।

  • 19 May 2023 10:26 AM (IST)

    প্রথম হয়েছে দেবদত্তা মাজি

    প্রথম হয়েছে দেবদত্তা মাজি। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল, পূর্ব বর্ধমান। প্রাপ্ত নম্বর ৬৯৭। ৭০০-এর মধ্যে। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে।

  • 19 May 2023 10:25 AM (IST)

    প্রথম দশে নেই কলকাতা

    দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম ও নদিয়া থেকে ১ জন করে Rank করেছে।

  • 19 May 2023 10:24 AM (IST)

    জেলার জয়জয়কার

    মালদহ থেকে ২১

    পূর্ব বর্ধমান ১৭

    বাঁকুড়া ১৪

    দক্ষিণ ২৪ পরগনা ১৩

    পূর্ব মেদিনীপুর ১১

    উত্তর ২৪ পরগনা ৯

    পশ্চিম মেদিনীপুর ৯

    পুরুলিয়া ৬

    হুগলি ৫

    হাওড়া ৪

    কোচবিহার ৩

    বীরভূম ২

  • 19 May 2023 10:20 AM (IST)

    প্রথম দশে ১১৮ জন

    পাশের হার ৮৬.১৫। আগেরবারের থেকে কমল। ০.৪৫ শতাংশ। ১৬টা জেলা থেকে প্রথম দশে ১১৮ জন। সবচেয়ে বেশি Rank মালদহ জেলায়। কলকাতা থেকে কেউ নেই। পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন।

  • 19 May 2023 10:19 AM (IST)

    ২০ জনের পরীক্ষা বাতিল

    ২ জনের রেজাল্ট আটকে রাখা হয়েছে টেকনিকাল কারণে। ২০ জনের পরীক্ষা বাতিল।

  • 19 May 2023 10:17 AM (IST)

    পাশের হার ৮৬.১৫ শতাংশ

    সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ

  • 19 May 2023 10:16 AM (IST)

    জেলার মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর

    জেলার মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা।

    ৯৬.৮১ শতাংশ পূর্ব মেদিনীপুর। কালিম্পং ৯৪.১৩ শতাংশ। কলকাতা ৯৩.৭৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ৯২.১৩ শতাংশ।

  • 19 May 2023 10:13 AM (IST)

    মার্কশিটে QR কোড

    ওভারঅল গ্রেড থাকছে। মোট নম্বরের জেনারেল পারফর্ম্যান্সও থাকছে। প্রত্যেক মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোড থাকছে।

  • 19 May 2023 10:04 AM (IST)

    ৫ লক্ষের উপরে পাশ

    ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করছে পর্ষদ। ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী। ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ পাশ করেছে।

  • 19 May 2023 09:24 AM (IST)

    SMS-এর মাধ্যমে জানুন রেজাল্ট

    56070 বা 56263 নম্বরে এসএমএস করে জানতে পারবেন রেজাল্ট।

  • 19 May 2023 09:21 AM (IST)

    রোল নম্বর দিয়ে জেনে নিন রেজাল্ট

    wbbse.org, wbresults.nic.in ওয়েবসাইটে যান

    হোমপেজে WB 10th result 2023 লিঙ্ক ক্লিক করুন

    নতুন লগইন পেজ আসবে

    এরপর রোল নম্বর ও জন্মের তারিখ দিতে হবে

    তাহলে মাধ্যমিক ২০২৩-এর ফল জানা যাবে।

    প্রয়োজনে প্রিন্ট আউট নিয়ে নিন

  • 19 May 2023 07:54 AM (IST)

    টিভিনাইন বাংলার পাশাপাশি নজর থাক News Nine-এও

    পর্ষদের ওয়েবসাইট ছাড়াও www.exametc.com, www.indiaresults.com, www.results.shiksha, www.vidyavision.com, www.fastresult.in – এই ওয়েবসাইটগুলিতেও নিজের ফলাফল জানতে পারেন পরীক্ষার্থীরা।

    ফল প্রকাশের যাবতীয় আপডেট পেতে টিভিনাইন বাংলার ওয়েবসাইটের পাশাপাশি নজর রাখুন আমাদের ইংরাজি ওয়েবসাইট নিউজ নাইনেও।

    ক্লিক করুন www.news9live.com/education-career/board-results/wb-madhyamik-result-2023-live-updates-west-bengal-wbbse-madhyamik-result-link-at-wbresults-nic-in-2145372

  • 19 May 2023 07:11 AM (IST)

    WB Madhyamik Result 2023: লগ-ইন ক্রেডেনশিয়াল

    ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনশিয়াল হিসাবে দিতে হবে

    ১. রোল নম্বর ২. জন্মের তারিখ ৩. হল টিকিট নম্বর

  • 19 May 2023 07:10 AM (IST)

    কত নম্বর পেলে পাশ

    ন্যূনতম ৩৪ শতাংশ নম্বর পেলে তবেই পাশ।

  • 19 May 2023 07:09 AM (IST)

    ফল প্রকাশের সময়

    মধ্যশিক্ষা পর্ষদ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে।

  • 19 May 2023 07:07 AM (IST)

    কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে

    মাধ্যমিক ২০২৩-এর ফল দেখতে ক্লিক করুন wbbse.wb.gov.in, wbresults.nic.in.

  • 19 May 2023 07:06 AM (IST)

    গতবারের পাশের হার

    গত বছর ৮৬.৬০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছিল মাধ্যমিকে। ৮৫ শতাংশ ছাত্রী পাশ করে গতবার। ছাত্রের পাশের হার ছিল ৮৮.৫৯ শতাংশ। যুগ্ম প্রথম হয়েছিল অর্ণব ঘড়াই, রৌণক মণ্ডল।

  • 19 May 2023 07:03 AM (IST)

    এক ক্লিকেই রেজাল্ট

    কীভাবে অনলাইনে ফল দেখবেন?
     https://wbbse.wb.gov.in/ কিংবা wbresults.nic.in-এ
    সেখানে ‘মাধ্যমিক পরীক্ষা ২০২৩ রেজাল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে
    রোল নম্বর, জন্ম তারিখ-সহ প্রয়োজনীয় বিবরণ দিন
    এরপর ‘সাবমিট’-এ ক্লিক করুন
    তাহলেই স্ক্রিনে আপনার মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল দেখানো হবে

Published On - May 19,2023 7:01 AM

Follow Us: