ভোটের হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে পারদ, মুক্তি নেই আগামী পাঁচ দিনে

আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে (Weather Report)। বাড়বে তাপমাত্রাও।

ভোটের হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে পারদ, মুক্তি নেই আগামী পাঁচ দিনে
আর্দ্রতায় বাড়বে অস্বস্তি
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 9:48 AM

কলকাতা: আনুষ্ঠানিকভাবে শীত বিদায় নেওয়ার পরও আবহাওয়া মনোরম ছিল রাজ্যে। সকালের দিকে ফ্যান বা এসি খানিকটা অস্বস্তিই বাড়াচ্ছিল। তবে আপাতত অস্বস্তিকর গরমই বাড়ছে একটু একটু করে। সকাল থেকেই চড়ছে রোদ। বাইরে বেরলেই প্রবল গরমের আঁচ পাওয়া যাচ্ছে। আপাতত এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে বলেই আভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দফতরের রিপোর্টে (Weather Report)।

সোমবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত তৈরি না হওয়ায় বৃষ্টির আশা নেই রাজ্যবাসীর। এই পাঁচদিনে তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে বলে জানা গিয়েছে পূর্বাভাসে। এমনকি বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছে যেতে পারে। এছাড়া আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও বাড়বে ক্রমশ।

রবিবারও তাপমাত্রার জেরে হাসফাঁস করেছে মানুষ। এ দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে আপাতত পাখা কিংবা এসিতেই ভরসা রাখতে হবে।

আরও পড়ুন: ‘কমিশন আমি দেখে নেব, ভয় পেয়ে ভয় দেখাবেন না’, পুলিশকে হুঁশিয়ারি আব্বাসের

তবে এই আবহাওয়ার থেকে ভোটের হাওয়া নিয়েই এখন বেশি চিন্তিত রাজ্যের মানুষ। আর সব পক্ষের প্রচারে ভোটের পারদ যে ক্রমশ চড়ছে তা বলার অপেক্ষা রাখে না।